World Trade organization (WTO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
- রোম
- ফ্রান্স
- নিউইয়র্ক
Explanation: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট World Trade organization (WTO) এর সদর দপ্তর সুজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি শুরুর দিকে GATT নামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ১৯৪৮ সাল থেকে কার্যক্রম শুরু করে। ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে GATT থেকে পরিবর্তিত হয়ে WTO নামে নামকরণ করা হয়।
© 2024 EEEInsight. All Rights Reserved.