Which country has Bengali as official language in Africa?
- South Africa
- Sierra Leone
- Ghana
- Somalia
Explanation: ১৯৯১-২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিওন বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধে। বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ৩০০ জন সেনা একত্রে সিয়েরা লিওনে গৃহযুদ্ধ বন্ধে ও আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে। শান্তি প্রতিষ্ঠার পর বাংলাদেশের সেনারা ২০০৫ সালে ফিরে আসে। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা স্বরূপ সিয়েরা লিওন সরকার বাংলা ভাষাকে ২০০২ সালে সে দেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে।