“An example delta-wye transformer schematic.” by Antonio Pedreira is in the Public Domain, CC0
ভূমিকা:
ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে ট্রান্সফরমার ভেক্টর গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা ট্রান্সফর্মারের প্রাইমারী এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে ফেজ পার্থক্যকে বুঝায়। এই ফেজ পার্থক্য বিভিন্ন কোড যেমন: Dyn11, Dyn1 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় যা ইলেকট্রিক্যাল যা পাওয়ার সিস্টেমের বিভিন্ন অংশে অবস্থিত ট্রান্সফরমার সমূহকে যুক্ত করার সময় অত্যাবশ্যকীয় ভাবে অনুসরণ করা হয়। এই পোস্টে আমরা ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ এবং এর বিভিন্ন প্রকারভেদ নিয়ে বিশদভাবে আলোচনা করব।
ট্রান্সফরমার ভেক্টর গ্রুপ:
কোনো ট্রান্সফর্মারের প্রাইমারী উইন্ডিং এর সাপেক্ষে সেকেন্ডারি উইন্ডিং এর ফেজ পার্থক্যকে ট্রান্সফর্মারের ভেক্টর গ্রুপ বলে। ভেক্টর গ্রুপ ট্রান্সফরমার সম্পর্কে কিছু মৌলিক তথ্য প্রদান করে, যেমন:
১. উইন্ডিং সমূহের এর গঠন (স্টার অথবা ডেল্টা),
২. প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিং এর মধ্যে ফেজ পার্থক্য,
৩. সেকেন্ডারি উইন্ডিং সঙ্গে নিউট্রাল এর সংযোগ আছেকিনা।
এই তথ্যগুলো ট্রান্সফরমার নির্বাচনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় বিশেষ করে যখন কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে একাধিক ট্রান্সফরমারকে সংযুক্ত করা হয়।
ভেক্টর গ্রুপের অর্থ | Dyn11 অথবা Dyn1:
ট্রান্সফর্মারের ভেক্টর গ্রুপ প্রকাশে একটি নির্দিন্ট ফরম্যাট ব্যবহার করা হয়। যেমন: Dyn11, যেখানে এই কোডের প্রতিটি অক্ষরের একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। অর্থাৎ
১. D: প্রাইমারী উইন্ডিং(হাই ভোল্টেজ) ডেল্টা কানেক্টেড,
২. y: সেকেন্ডারি উইন্ডিং(লো ভোল্টেজ) স্টার কানেক্টেড,
৩. n: সেকেন্ডারি উইন্ডিংয়ে নিউট্রাল সংযুক্ত রয়েছে এবং
৪. 11 বা 1: প্রাইমারী উইন্ডিংয়ের সাপেক্ষে সেকেন্ডারি উইন্ডিংয়ের ফেজ পার্থক্য।
এখানে বড় হাতের অক্ষর দিয়ে হাই ভোল্টেজ উইন্ডিং এবং ছোট হাতের অক্ষর দিয়ে লো ভোল্টেজ উইন্ডিংকে বুঝানো হয়।ফেজ পার্থক্য হিসেবের সময় ঘড়ির কাটার উল্টো দিকে লিডিং এবং ঘড়ির কাটার দিকে ল্যাগিং ধরা হয়।
যেমন, Dyn11 বলতে বুঝায় ট্রান্সফরমারটির প্রাইমারী উইন্ডিং ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিং স্টার কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিংয়ে নিউট্রাল সংযুক্ত রয়েছে এবং ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিং প্রাইমারী উইন্ডিং এর সাপেক্ষে ৩০° লিডিং হিসেবে সংযুক্ত রয়েছে।
একই ভাবে, Yd1 বলতে বুঝায় ট্রান্সফরমারটির প্রাইমারী উইন্ডিং স্টার কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিং ডেল্টা কানেক্টেড, ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিংয়ে কোনো নিউট্রাল নেই এবং ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিং প্রাইমারী উইন্ডিংয়ের সাপেক্ষে ৩০° ল্যাগিং অবস্থানে আছে।