Table of Contents
ট্রান্সফরমার এর প্রকারভেদ | Types of Transformer
ট্রান্সফরমার বৈদ্যুতিক এবং ইলেকট্রনিকস ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত একটি ডিভাইস। এটি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ডিভাইস যা মাইকেল ফ্যারাডে আবিষ্কৃত ইলেক্ট্রোম্যাগনেটিজমের নীতি অনুসারে কাজ করে। এই পোস্টে আমরা ট্রান্সফরমার এর প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের ট্রান্সফরমার এর ব্যবহার সম্পর্কে আলোচনা করবো। যাইহোক, সব ধরনের ট্রান্সফরমার একই নীতি অনুসরণ করে তবে তাদের বিভিন্ন গঠন পদ্ধতি রয়েছে।
ভোল্টাজ লেভেল অনুসারে । In terms Voltage Level
ভোল্টেজ লেভেল অনুসারে
ভোল্টেজ লেভেলের উপর নির্ভর করে ট্রান্সফর্মার তিন প্রকার।
১। স্টেপ ডাউন ট্রান্সফর্মার,
২। স্টেপ আপ ট্রান্সফর্মার এবং
৩। আইসোলেশন ট্রান্সফর্মার।
স্টেপ ডাউন ট্রান্সফর্মার | Step Down Transformer
উচ্চ মাত্রার ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করতে স্টেপ-ডাউন ট্রান্সফরমার ব্যাবহার করা হয়। এর প্রাইমারি সাইডে উচ্চ মাত্রার ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং সেকেন্ডারি সাইডে কাঙ্ক্ষিত নিম্ন মাত্রার ভোল্টেজ পাওয়া যায়। সেকেন্ডারি সাইডে কত মাত্রার ভোল্টেজ পাওয়া যাবে তা নির্ভর করে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন রেশিও এর উপর।
আমাদের ব্যবহার্য বেশিরভাগ ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিই ৯ ভোল্ট, ১২ ভোল্ট, ২৪ ভোল্ট বা ৪৮ ভোল্ট এ পরিচালিত হয়। কিন্তু আমরা ইউটিলিটি হতে যে বিদ্যুৎ পাই তা সাধারনত ২২০ ভোল্ট (এক ফেজ) বা ৪০০ ভোল্ট (৩ ফেজ) হয়ে থাকে। ইউটিলিটি হতে প্রাপ্ত ভোল্টেজকে আমাদের প্রয়োজনীয় মানে রূপান্তর করার জন্য স্টেপ-ডাউন ট্রান্সফরমার ব্যাবহার করা হয়।
বৈদ্যুতিক উৎপাদন, সঞ্চালন এবং বিতরন ব্যবস্থায় উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রুপান্তরের জন্যও স্টেপ-ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
স্টেপ আপ ট্রান্সফরমার | Step Up Transformer
স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সম্পূর্ণ বিপরীত। নিম্ন মাত্রার ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করতে স্টেপ-আপ ট্রান্সফরমার ব্যাবহার করা হয়। এর প্রাইমারি সাইডে কম মাত্রার ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং সেকেন্ডারি সাইডে কাঙ্ক্ষিত উচ্চ মাত্রার ভোল্টেজ পাওয়া যায়। সেকেন্ডারি সাইডে কত মাত্রার ভোল্টেজ পাওয়া যাবে তা নির্ভর করে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন রেশিও এর উপর।
স্টেপ আপ ট্রান্সফরমার বেশিরভাগ সময়ই স্টেবিলাইজার, ইনভার্টার ইত্যাদিতে ব্যবহৃত হয় যেখানে কম ভোল্টেজকে অনেক বেশি ভোল্টেজে রূপান্তর করা হয়।
বৈদ্যুতিক উৎপাদন, সঞ্চালন এবং বিতরন ব্যবস্থায় নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রুপান্তরের জন্যও স্টেপ-আপ ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
আইসোলেশন ট্রান্সফমার | Isolation Transformer
আইসোলেশন ট্রান্সফরমার ভোল্টেজের কোনো পরিবর্তন করে না অর্থাৎ এর প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে একই ভোল্টেজ থাকে। নিরাপত্তার জন্য দুটি ইলেক্ট্রিক্যাল সার্কিটকে আইসোলেট করতে আইসোলেশন ট্রান্সফরমার ব্যবহৃত হয়। এর প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন রেশিও ১ হয়ে থাকে।
গঠন অনুসারে | In terms of Construction
গঠন অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার।
১। কোর টাইপ ট্রান্সফরমার এবং
২। শেল টাইপ ট্রান্সফরমার।
কোর টাইপ ট্রান্সফরমার | Core Type Transformar
এই ট্রান্সফরমারের ম্যাগনেটিক সার্কিটটি দুটি উল্লম্ব অংশ (লিম্ব) এবং দুটি অনুভূমিক অংশ (ইয়োক) নিয়ে গঠিত। প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিংগুলি লিম্বগুলির উপর এমনভাবে স্থাপন করা হয় যে, লিকেজ ফ্লাক্স এর মান কমানো যায়। নিম্ন ভোল্টেজ উইন্ডিং সবসময় কোরের উপর এবং উচ্চ ভোল্টেজ উইন্ডিং নিম্ন ভোল্টেজ উইন্ডিংয়ের উপর রাখা হয়।
এটি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য সহজে পৃথক করা যায় এবং প্রাকৃতিক শীতলকরণ দক্ষভাবে কাজ করে। তবে, এটির জন্য উচ্চতর ম্যাগনেটাইজিং কারেন্ট প্রয়োজন।
এই ট্রান্সফরমারগুলি প্রধানত উচ্চ ভোল্টেজ অ্যাপ্লিকেশন যেমন বিতরণ এবং পাওয়ার ট্রান্সফরমারে ব্যবহৃত হয়।
শেল টাইপ ট্রান্সফরমার | Shel type Transformer
শেল টাইপ ট্রান্সফরমার কোরে তিনটি বাহু থাকে, একটি কেন্দ্রিও বাহু এবং দুটি বাইরের বাহু। প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিংই মাঝের বাহুতে বসান হয়। বাইরের দুটি বাহুতে কোনো ওয়াইন্ডিং পেচানো হয় না। বাইরের বাহু দুটির কাজ হল ম্যাগনেটিক ফ্লাক্সের প্রবাহের জন্য একটি লো রিলাকট্যান্স পথ তৈরি করা যাতে কোনো বাঁধা ছাড়াই ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হতে পারে।
যেসব ক্ষেত্রে কম ভোল্টেজ প্রয়োজন সেসব যায়গায় শেল টাইপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
ব্যাবহার অনুসারে | In terms of usages
ট্রান্সফরমার কোন কাজের জন্য ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে বিভিন্ন ভাবে শ্রেণিবিন্যাস করা হয়, যেমন-
১। পাওয়ার ট্রান্সফরমার,
২। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার,
৩। মেজারমেন্ট ট্রান্সফরমার,
৪। পালস্ ট্রান্সফরমার এবং
৫। ওডিও আউটপুট ট্রান্সফরমার।
পাওয়ার ট্রান্সফরমার | Power Transformer
পাওয়ার ট্রান্সফরমার আকারে বড় হয় এবং উচ্চ ভোল্টেজে অধিক পরিমান পাওয়ার সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এটি সাধারনত বৈদ্যুতিক উপ কেন্দ্রে ব্যবহৃত হয়।
পাওয়ার ট্রান্সফরমারে উচ্চ ভোল্টেজ ব্যবহারের কারনে কারেন্ট কম প্রবাহিত হয় এবং বৈদ্যুতিক সিস্টেম এর লস কম হয়। পাওয়ার ট্রান্সফরমার সব সময় পুর্ন লোডে পরিচালিত হয় এবং দক্ষতা হিসেব করার ক্ষেত্রে বানিজ্যিক দক্ষতা ব্যবহার করা হয়।
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার | Distribution Transformer
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাধারনত বৈদ্যুতিক বিতরন ব্যবস্থায় ব্যবহৃত হয় যা উচ্চ ভোল্টেজকে ব্যবহারকারিদের প্রয়োজন অনুযায়ী নিম্ন ভোল্টেজ যেমন ২২০ ভোল্ট বা ১১০ ভোল্টে রূপান্তর করে।
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পরিবর্তনশীল লোডে পরিচালিত হয় এবং এর সারাদিনের দক্ষতা হিসেব করা হয়।
মেজারমেন্ট ট্রান্সফরমার | Measurement Transformer
মেজারমেন্ট ট্রান্সফরমার, যাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারও বলা হয়, সাধারণত বিদ্যুৎ শিল্পে ভোল্টেজ, কারেন্ট এবং বিদ্যুৎ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এগুলি মূল সার্কিটকে সেকেন্ডারি সার্কিট থেকে আইসোলেট করে, যা উচ্চ ভোল্টেজ এবং কারেন্টকে নিরাপদে এবং সঠিকভাবে পরিমাপের সুযোগ দেয়।
মেজারমেন্ট ট্রান্সফরমার সাধারনত দুই প্রকার-
১। কারেন্ট ট্রান্সফরমার এবং
২। ভোল্টেজ ট্রান্সফরমার।
পালস্ ট্রান্সফরমার | Pulse Transformer
পাল্স ট্রান্সফরমার এক ধরনের বিশেষ ট্রান্সফরমার যা কন্সট্যান্ট এমপ্লিচিউডের বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। এগুলি সাধারণত PCB মাউন্টেড সার্কিটে ব্যবহৃত হয় যেখানে বিচ্ছিন্ন পালস উৎপাদন প্রয়োজন।
ওডিও আউটপুট ট্রান্সফরমার | Audio Output Transformer
অডিও ট্রান্সফরমার ইলেকট্রনিক্সে সাধারণভাবে ব্যবহৃত আরেক ধরনের ট্রান্সফরমার। এটি বিশেষভাবে অডিও অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় যেখানে ইম্পিডেন্স ম্যাচিং প্রয়োজন। অডিও ট্রান্সফরমার আমপ্লিফায়ার সার্কিট এবং লোডকে ভারসাম্যযুক্ত করে, যা সাধারণত একটি লাউডস্পিকার। অডিও ট্রান্সফরমারে একাধিক প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল থাকতে পারে, যা পৃথক বা কেন্দ্রে ট্যাপ করা হতে পারে।