ট্রান্সফরমার অয়েল পরীক্ষা | Tests of Transformer Oil

1000105516
Transformer Oil

নির্ভরযোগ্য এবং দক্ষ পরিচালনার জন্য ট্রান্সফরমার অয়েল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়। বিভিন্ন টেস্টের মাধ্যমে ট্রান্সফরমার অয়েল এর শীতলীকরণ, ইন্সুলেশন ইত্যাদি বৈশিষ্ট্যকে পরিমাপ করা হয়। নিয়মিত টেস্টের মাধ্যমে সহজেই ট্রান্সফর্মারের অয়েল এর সমস্যা চিহ্নিত করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়।

কিছু নির্দিষ্ট টেস্টের মাধ্যমে ট্রান্সফরমার অয়েলের গুণগত মান নিশ্চিত করা হয়। যেমন:

১. ডাইইলেকট্রিক ব্রেকডাউন ভোল্টেজ (BDV) টেস্ট: এটি ট্রান্সফরমার অয়েলের ইন্সুলেটিং ক্ষমতা মাপার পরীক্ষা। এই টেস্টে অয়েল কতটা উচ্চ ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারে তা পরীক্ষা করা হয়। ভালো ট্রান্সফরমার অয়েলের সর্বনিম্ন ব্রেকডাউন ভোল্টেজের মান 10kV/mm.

২. ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট: এটি তেলের দাহ্যতা পরীক্ষা করে, অর্থাৎ কত তাপমাত্রায় এটি আগুন ধরতে পারে। তেলের ফ্ল্যাশ পয়েন্ট যত বেশি, তেল তত নিরাপদ।

৩. অ্যাসিডিটি টেস্ট: অ্যাসিডটি কম থাকলে অয়েল দীর্ঘদিন ভালো থাকে। তাই এই টেস্টে অয়েল অ্যাসিডিক উপাদানসমূহ পরীক্ষা করা হয়।

৪. ভিস্কসিটি টেস্ট: এই পরীক্ষায় অয়েলের প্রবাহ ক্ষমতা (viscosity) নির্ধারণ করা হয়। কম ভিস্কসিটির অয়েল তাপ পরিবহনে কার্যকর হয়।

৫. ওয়াটার কন্টেন্ট টেস্ট(Karl Fischer Titration): এই টেস্টে ওয়েলে আর্দ্রতার পরিমাণ পরীক্ষা করা হয়। বেশি আর্দ্রতা ট্রান্সফরমারের জন্য ক্ষতিকর যা তেলের গুণাগুণ নষ্ট করে, তাই এটি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

৬. ইন্টারফেসিয়াল টেনশন টেস্ট (IFT): এই টেস্টের মাধ্যমে ট্রান্সফরমার অয়েল এর পৃষ্ঠটান পরিমাপ করা হয় যা ট্রান্সফরমার অয়েলকে দূষণ এবং ডিগ্রেডেশন হতে মুক্ত থাকার ক্ষমতাকে নির্দেশ করে।

৭. ফুরান এনালাইসিস: ইন্সুলেশন পেপার খয়ের কারণে ট্রান্সফরমার এর ভিতরে ফুরাণ উপাদান তৈরি হয়। উচ্চ ফুরন উপাদানের উপস্থিতি ট্রান্সফরমার অয়েল এর মানহীনতাকা নির্দেশ করে।

৮. ট্রান্সফরমার অয়েলর রং(Color of Transformer Oil): সাধারণত ট্রান্সফরমার অয়েলর রং হালকা হলুদ বা সোনালী হয়। প্রাথমিক অবস্থায় উক্ত তেলের রং স্বচ্ছ থাকে। ট্রান্সফরমারের অভ্যন্তরে ঢালার ফলে ভার্নিসের সাথে মিশে রং কিছুটা পরিবর্তন হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে তাপমাত্রার কারণে উহা বাদামী বর্ণ ধারণ করে। বাদামি বর্ণ ধারণ করলে বুঝতে হবে তেলের গুনাগুণ নষ্ট হয়ে গেছে। গুনাগুণ নষ্ট হয়ে যাওয়া তেল সেন্ট্রিফিউজ করে পুনরায় ব্যবহার উপযোগী করা যায়।

Leave a Comment