Rupantarita Prakritik Gas Company Limited – RPGCL Assistant Engineer Exam Question Solution 2022
Post Name: Assistant Engineer Date: 20-05-2022 Department: Civil, Mechanical, EEE, CSE Venue: BUET Time: 1 Hour (11:30 AM – 12:30 PM) Non-Department MCQ – 20 Marks and Written – 40 Marks
The region R is bounded by the curve with equation the x-axis and y = 3x lines x = 0 and x = 2. The volume of solid formed when the region R is rotated through 1 full revolution about x-axis.
2.4π
24π
12π
1.2π
Explanation: The region R is bounded by the curve with equation the x-axis and y = 3x lines x = 0 and x = 2 The volume of solid formed when the region R is rotated through 1 full revolution about x-axis is 24π
If the velocity of an object is 10 m/s and it creates 8 angle with horizontal. Consider the air as frictionless, then what is maximum horizontal distance for ϴ?
30 degree
45 degree
60 degre
90 degree
Explanation: নিদিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তু বা প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে যখন বস্তুটি অনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষিপ্ত হয়।
The rod is located 3D co-ordinates a = – 8i + 5j – 4k then what is it’s projection towards Y-axis?
8
5
-4
0
Explanation: Projection towards Y-axis is 5.
With reference to a 2-dimensional coordinate system, the vertices of a uniform and thin triangular plate are given by (0,0), (1,4) and (-7,8) points. The centroid of the plate is
(-2, 4)
(2,-4)
(-3, 6)
none of the above
Explanation: The centroid of the plate is (-2, 4).
Given, x is a real number. What is the minimum value of x2 – 4x +5?
2
1
5
7
Explanation: The minimum value of x2 – 4x +5 is 1.
Synonym of EXTRANEOUS
Shallow
Superficial
Irrelevant
Nonsensical
Explanation: Extraneous অর্থ- অপ্রাসঙ্গিক, নিজস্ব নহে এমন। Extraneous এর সমার্থক শব্দ হলো- irrelevant, insignificant.
Nearest meaning of ‘AUGUST
Common
Ridiculous
Dignified
Petty
Explanation: August অর্থ- মহান, শ্রদ্ধেয়, মহিমান্বিত। August এর সমার্থক শব্দ হলো- dignified, courtly, prestigious, great.
‘Writer’ is related to ‘Reader’ in the same way as ‘Producer is related to ______ ?
Seller
Consumer
Creator
Contractor
Explanation: Writer লেখক, Reader- পাঠক এবং Producer- উৎপাদক, Consumer- ভোক্তা। অর্থাৎ লেখকের সাথে যেমন পাঠক সম্পর্কিত ঠিক তেমনি উৎপাদকের সাথে ভোক্তা সম্পর্কিত।
My doctor knew that I would eventually recover and do kind of work _____ before.
would have been doing
would have done
had been done
had been doing
Explanation: এখানে had been doing দ্বারা for a long time বুঝানো হয়েছে।
‘To end in smoke’ means-
To make completely understand
To ruin oneself
To excite great applause
To overcome someone
Explanation: ‘To end in smoke’ means- To ruin oneself; end in nothing; to come to nothing; to have no positive result. (ব্যর্থ হওয়া).
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ কে এরেঞ্জ করেন?
জর্জ হ্যারিসন
পণ্ডিত রবি শংকর
বব ডিলান
এদের কেউ না
Explanation: পণ্ডিত রবি শংকরের আহবানে সাড়া দিয়ে কনসার্ট
ফর বাংলাদেশ এ যোগ দেন জর্জ হ্যারিসন। পরবর্তিতে তাদের দুইজনের উদ্যোগে অর্থাৎ ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শংকরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল- কনসার্ট ফর বাংলাদেশ। এর প্রধান শিল্পী ছিলেন- যুক্তরাজ্যের নাগরিক জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসনের বাদক দলের নাম- বিটলস। এই কনসার্ট আয়োজন করা হয় বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার জন্য। উক্ত কনসার্টে লোক সমাগম হয় প্রায় ৪০ হাজার ও প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ২.৫ লাখ ডলার যা শরণার্থীদের সাহায্যের জন্য ইউনিসেফেকে প্রদান করা হয়।
World Trade organization (WTO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম
ফ্রান্স
নিউইয়র্ক
Explanation: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট World Trade organization (WTO) এর সদর দপ্তর সুজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি শুরুর দিকে GATT নামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ১৯৪৮ সাল থেকে কার্যক্রম শুরু করে। ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে GATT থেকে পরিবর্তিত হয়ে WTO নামে নামকরণ করা হয়।
বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে?
ইন্দিরা গান্ধী
বেনজির ভুট্টো
মার্গারেট থ্যাচার
শ্রীমাভো বন্দর নায়েক
Explanation: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক ও বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট আর্জেন্টিনার ইসাবেলা পেরন।
ন্যাশনাল কংগ্রেস কতসালে গঠিত হয়?
১৯৮৫ সালে
১৮৮৫ সালে
১৮১৫ সালে
১৯০৬ সালে
Explanation: ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) ২৮শে ডিসেম্বর, ১৮৮৫ সালে এলান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। দলটির প্রথম সভাপতি- উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
Bangladesh Rapid Action Battalion (RAB) কত সালে গঠিত হয়?
২০০০ সালে
২০০৭ সালে
২০০৯ সালে
২০০৪ সালে
Explanation: বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে Bangladesh Rapid Action Battalion (RAB) প্রতিষ্ঠিত হয় ২৬শে মার্চ, ২০০৪ সালে। এর সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। স্লোগান হচ্ছে- ‘বাংলাদেশ আমার অহংকার’।
‘পুষ্পসৌরভ’ কোন সমাস?
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
প্রাদি সমাস
কর্মধারয় সমাস
Explanation: যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। ‘পুষ্পের সৌরভ পুষ্পসৌরভ’ এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ। আরো কিছু ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ হলো- বিশ্বকবি, অর্ধচন্দ্র, ছাত্রসমাজ, দেশসেবা, নাতজামাই, ছাগদুগ্ধ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
এককথায় প্রকাশ করুন: যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে
অচিন্তনীয়
ভূতপূর্ব
অবিমৃষ্যকারী
অদূরদর্শী
Explanation: ‘যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে’এর এক কথায় প্রকাশ অবিমৃষ্যকারী।
‘হাতকামড়ানো’ বাগধারাটির অর্থ কি?
আফসোস করা
চিন্তা করা
আঘাতের হুমকি দেয়া
বদলা নেয়া
Explanation: ‘হাতকামড়ানো’ বাগধারাটির অর্থ আফসোস করা।
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
কলাপী
নীরধি
বিটপী
অবনি
Explanation: ‘বৃদ্ধ’ শব্দের সমার্থক শব্দ ‘বিটপী’।
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস
অগ্রপথিক
Explanation: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ১৯২২ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ ও শেষ কবিতা ‘মোহরম’। বিদ্রোহী কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।