ইন্ডাকশন মোটোরকে ঘুরন্ত ট্রান্সফরমার বলা হয় কেনো?

ইন্ডাকশন মোটরকে ঘুরন্ত ট্রান্সফরমার বলা হয় কারণ ইন্ডাকশন মোটর বৈদ্যুতিক ট্রান্সফরমারের ন্যায় তড়িৎ চুম্বকীয় আবেশের সুরে নীতিতে কাজ করে যেখানে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি প্রাইমারী উইন্ডিং হতে সেকেন্ডারি উইন্ডিং এ স্থানান্তরিত হয়।

ইন্ডাকশন মোটরে স্টেটর ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি করে। রোটর এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্রকে কর্তন করে এবং ফলে রোটরের প্রবাহিত ইএমএফ আবিষ্ট হয় হয়ে কারেন্ট প্রবাহিত হয়। ফলে ইন্ডাকশন মোটরের স্টেটর প্রাইমারী উইন্ডিং এবং রোটর সেকেন্ডারি উইন্ডিং এর ন্যায় আচরণ করে।

এই প্রক্রিয়া ট্রান্সফরমারের মতো হওয়ার ফলে ইন্ডাকশন মোটরকে ঘুরন্ত ট্রান্সফরমার বলে।

মূল কথা,

  • স্টেটর ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি করে।
  • তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে রোটরে কারেন্ট আবিষ্ট হয়।
  • এই সম্পূর্ণ প্রক্রিয়া ট্রান্সফরমারের কার্যপ্রণালীর মতোই।