Bangladesh Telecommunications Company Limited-BTCL Junior Assistant Manager(Technical) Exam Question Solution
Post Name: Junior Assistant Manager(Technical) Date: 08-04-2022 Department: Electrical, Electronics, Computer, Mechanical, Power and Telecommunication Technology Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 32 Mark and Department MCQ – 12 Marks and Department Written – 36 Marks
______ the forthcoming training, we ____ able to find the skilled engineers.
Through/were
By/cannot be
Through/will be
From/could be
Explanation: Through the forthcoming training, we will be able to find the skilled engineers. (আসন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ ইঞ্জিনিয়ারদের সন্ধান করতে সক্ষম হবো।
Her proposal _______ the new ICT policy seems more suitable than any of the others.
irrelevant
regarding
regardless
instead of
Explanation: Regarding সম্পর্কে, প্রসঙ্গে। শূন্যস্থানে Regarding বসালে বাক্যটির অর্থ দাঁড়ায়- নতুন আইসিটি নীতি সম্পর্কে তার প্রস্তাব অন্য কারও চেয়ে উপযুক্ত বলে মনে হচ্ছে
As of the students can afford _____ this high tuition fee, ________ will need scholarships.
few/most
none/nobody
some/they
few/none
Explanation: few অল্পসংখ্যক, কিছু, কয়েক। most- অধিকাংশ, সর্বাধিক। সুতরাং, few ও most শূন্যস্থানে বসালে বাক্যটির অর্থ দাঁড়ায়- যেহেতু শিক্ষার্থীদের মধ্যে অল্পসংখ্যক উচ্চ শিক্ষার ফি বহন করতে পারে, তাই অধিকাংশের বৃত্তি প্রয়োজন হবে।
We hope that, by the end of this month, the cost of the maintenance of the tower __________.
would have been estimated
has been estimated
would estimate
will be estimated
Explanation: বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন: By this time, By (time, month, year) By then, Next (time, month, year) ইত্যাদি থাকলে verb এর future perfect tense হয়। যেমন- By the time he arrives, we will have finished our home work. (রেফারেন্স: Master by Md. Jahangir Alam)।
BigShop Ltd. set up a cold storage in Rajshahi for preserving agricultural products, but so far the company the clearance from the Agriculture Ministry.
will take
never takes
has not taken
would not take
Explanation: কোনো sentence এ so far, until now, up to now, up to the present ইত্যাদি adverbial phrase থাকলে present perfect tense হয়। যেমন- He has played for his club in 65 matches so far.
He told me that he _______ watching the movie.
is finished
was finished
had finished
not finished
Explanation: that যুক্ত দুটি বাক্যের, that এর পূর্বের অংশটি past indefinite tense হলে পরের অংশটি past perfect tense হয়। যেমন- 1 asked him that he had prepared his lessons.
Select the pair which has the same relationship ‘ORTHOPEDIC:: BONE’
Antiboitics: Fever
Skin: Allergy
Fracture: Plaster
Psychiatry: Mind
Explanation: Orthopedic হাড় চিকিৎসা সংক্রান্ত অস্থিরোগবিদ্যা, Bone হাড়, অস্থি। এবং Psychiatry মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত, মনোরোগবিদ্যা, Mind মন, মানসিক।
There are ______ opportunities to learn from this excellent project
plentiful
many
likely
unlikely
Explanation: opportunity শব্দটি Countable noun অর্থাৎ এটি গণনা করা যায়। অনেকগুলি অর্থে countable noun পূর্বে many বসে।
Choose the word which is most opposite in meaning to the word ‘EMBRACE’
Disobey
Contradict
Reject
Obscure
Explanation: Embrace এর অর্থ- সাগ্রহে গ্রহণ করা, আলিঙ্গন করা। Embrace এর বিপরীত শব্দ হলো Reject. Reject এর অর্থ বাতিল করা, প্রত্যাখ্যান করা।
The suitable antonym of the word ‘feasible’ is
weak
bad
small
unattainable
Explanation: Feasible এর অর্থ সাধ্য, কার্যকর, সম্ভাব্য। Feasible এর বিপরীত শব্দ হলো unattainable. unattainable এর অর্থ অসাধ্য, অপ্রাপ্য
The suitable synonym of the word “honest” is
kind
ample
magnificent
candid
Explanation: Honest অর্থ- সৎ, সততাপরায়ণ, সচ্চরিত্র। Honest এর সমার্থক শব্দ হলো- candid, virtuous, decent, ethical, righteous.
The meeting has been _______ due to the demise of the minister.
called for
called off
called out
called on
Explanation: Call off-বাতিল করা। The meeting has been called off due to the demise of the minister, (মন্ত্রীর মৃত্যুর কারণে সভা বাতিল করা হলো)। অন্যদিকে call for- চাওয়া, call out- চিৎকার করা, call on- কারো সাথে দেখা করা।
Shariful ______ overtime for the last two weeks
is working
has been working
is being working
does
Explanation: কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনো চলছে বুঝালে verb টির present perfect continuous tense হয়। Shariful has been working overtime for the last two weeks, (শরীফুল গত দুই সপ্তাহ ধরে ওভারটাইম (অতিরিক্ত) কাজ করতেছে)।
The price of gold as well as silver risen.
is
has
have
are
Explanation: as well as, along with, with, together with, including, excluding, except, addition to ইত্যাদি দ্বারা যুক্ত একাধিক noun/pronoun এর ক্ষেত্রে পূর্বের noun/pronoun অনুযায়ী verb হবে। অর্থাৎ পূর্বের noun/pronoun singular হলে verb singular হবে এবং noun/pronoun plural হলে verb plural হবে। যেমন- My parents as well as I were present there.
If ______ I would not lose temper.
I were you
I was you
I am not you
I am you
Explanation: First Conditional Sentence এর নিয়ম অনুযায়ী, If clause টি present indefinite tense এ হলে, main clause টি future indefinite tense এ হবে। অর্থাৎ If + present indefinite tense, + future indefinite tense.
Or, Future indefinite tense + if + present indefinite tense. যেমন- a) If a ruby is heated, it will temporary lose its colour. b) Rokeya will be dismissed from her post if she is late again
I haven’t seen you _______ a week.
within
since
for
from
Explanation: Period of time এর পূর্বে for বসে। অর্থাৎ যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় তাকে Period of time বলে। যেমন- It has been raining for two days; I haven’t met you for a week.
পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
১৪
২৪
১৮
২০
Explanation: নাসার ওয়েব সাইটের Solar System Exploration এর তথ্য অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা ৫৯ ডিগ্রি ফারেনহাইট। Reference: NASA Planetary Sheet, সর্বশেষ Published: February 15, 2022
ইদানিং সুপার ফুড বলে পরিচিত খাদ্য কি বৈশিষ্ট্য বহন করে?
অনিদ্রা দূর করে
মানসিক চাপ দূর করে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
এটি একটি প্রাকৃতিক প্রতিবিধান
Explanation: যেসব খাবারগুলোতে স্বাস্থ্যকর এবং অতিমাত্রায় পুষ্টিকর উপাদান থাকে কিন্তু ক্যালরির পরিমাণ অপেক্ষাকৃতভাবে কম হয় তাদের সুপারফুড বলে। সুপার ফুডের উপকারিতা: ক্যান্সার, হৃদরোগ (উচ্চ রক্ত চাপ) এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে। মস্তিষ্কের ক্রিয়ার উন্নতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। হজমে সাহায্য ও স্বাস্থ্যকর ত্বক, চুল এবং নখ গঠনে সাহায্য করে। প্রদাহ হ্রাস এবং ইমিউন ফাংশন উন্নত করে।
সূর্য গ্রহণের সময় কোনটি হয়?
পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে থাকে
পূর্ণিমা তিথি
চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে
চাঁদ পৃথিবী ও চাঁদের মাঝে ৯০° কোণ তৈরি করে
Explanation: সূর্য গ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মাঝে থাকে- চাঁদ। সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। চন্দ্র গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝে থাকে- পৃথিবী। চন্দ্রগহণ পূর্ণিমা তিথিতে হয়।
পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত?
প্রায় ৭০০ কোটি
প্রায় ৬০০ কোটি
প্রায় ৯০০ কোটি
প্রায় ৮০০ কোটি
Explanation: ১৫ নভেম্বর, ২০২২ তারিখে বিশ্বে ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করে। বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তানের নাম- ভিনিস ম্যাবানস্যাগ। ভিনিস ম্যাবানস্যাগ ১৫ নভেম্বর, ২০২২ সালে ফিলিপাইনের ম্যানিলার ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্মগ্রহণ করে। তাকে প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আমাজন বনের মোট ৬০% কোন দেশে অবস্থিত?
আর্জেন্টিনা
বলিভিয়া
পেরু
ব্রাজিল
Explanation: দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর
সবচেয়ে বড় বনাঞ্চল। পৃথিবীতে যত রেইনফরেস্ট (Rainforest) বা ঘনবর্ষণ বনাঞ্চল রয়েছে, তার প্রায় অর্ধেকটাই আমাজন নিজেই। তাই আমাজনকে আমাজন রেইনফরেস্টও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স (ফরাসি গায়ানা)। এরমধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে, ১০% রয়েছে কলোম্বিয়ায় ও ১৭% রয়েছে বাকি ৬টি দেশে।
পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি?
গ্রেট ব্যারিয়ার রিফ
আমাজন রিফ
আমেরিকান রিফ
মেক্সিকো রিফ
Explanation: পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে অবস্থিত। যা ২ হাজার ৯০০টির বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত। লাখ লাখ বছর ধরে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী একত্র হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে। ১৯৮১ সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়।
কিংবদন্তি মোহাম্মদ আলী কিসের জন্য বিখ্যাত?
অভিনয়
বক্সিং
মার্শাল আর্টস
সঙ্গীত
Explanation: কিংবদন্তি মোহাম্মদ আলীর পূর্ব নাম ক্যাসিয়াস
মার্সেলাস ক্লে জুনিয়র। তিনি একজন বিখ্যাত মার্কিন বক্সার। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলাতে মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিন বার হেভিওয়েট চ্যাম্পিয়ন শিরোপা জয়ী বক্সিং ইতিহাসের একমাত্র খেলোয়াড়। ১৯৮০ সালে পারকিনসন্স রোগে আক্রান্ত হন এ মুষ্টিযোদ্ধা। ৩২ বছর পারকিনসন্স রোগে ভোগার পর ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান। মোহাম্মদ আলী ১৯৭৮ সালে বাংলাদেশে এসে বলেছিলেন ‘যদি স্বর্গ দেখতে চাও, তাহলে বাংলাদেশে এসো’।
“সুয়েজ খাল” কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?
এশিয়া ও অস্ট্রেলিয়া
আমেরিকা ও অফ্রিকা
ইউরোপ ও আমেরিকা
এশিয়া ও আফ্রিকা
Explanation: “সুয়েজ খাল” এশিয়া ও আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে?
প্রধানমন্ত্রী
সার্চ কমিটি
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
Explanation: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
১০ই জানুয়ারি, ১৯৭২
১৬ই ডিসেম্বর, ১৯৭১
২৬শে মার্চ, ১৯৭২
৩ই মার্চ, ১৯৭১
Explanation: ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি প্রদান করেন তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব। এছাড়া ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ।
কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭৩
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। বাংলাদেশ সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু ও তফসিল দিয়ে শেষ।
কোনটি মায়ানমার-বাংলাদেশের অভিন্ন নদী নয়?
মাতামুহুরী
নাফ
সাঙ্গু
কর্ণফুলী
Explanation: মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী ৩টি। যথা- সাঙ্গু, নাফ ও মাতামুহুরি। বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তকারী নদী হচ্ছে- ‘নাফ নদী’।
সঠিক শব্দ কোনটি?
চালাকালীন সময়ে
চলাকালে
চলাকালের সময়ে
চলাকালীন সময়
Explanation: সঠিক শব্দ চলাকালে। অপশনের বাকি শব্দগুলো
বাহুল্য দোষে দুষ্ট।
“ইঁদুর কপালে” এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
অন্ধকার
একাদশে বৃহস্পতি
কেউ কাটা
Explanation: “ইদুর কপালে” এর বিপরীত বাগধারা হচ্ছে
‘একাদশে বৃহস্পতি।
“তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা কে?
তারাশংকর বন্দোপাধ্যায়
বন্দে আলী মিঞা
জহির রায়হান
অদ্বৈতমল্ল বর্মণ
Explanation: তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা অদ্বৈতমল্ল বর্মণ।
সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
বিশেষ্য ও বিশেষণ
সর্বনাম ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও সর্বনাম
Explanation: সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে সর্বনাম ও ক্রিয়া পদযুগলের পরিবর্তন ঘটে।