Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution 2021- Mechanical Technology

Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 25-03-2021
Department:  Mechanical Technology
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks


জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

  1. সুইজারল্যান্ড
  2. দক্ষিণ সুদান
  3. নাউরু
  4. টুভ্যালু

কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়?

  1. ভিটামিন-সি
  2. ভিটামিন-এ
  3. ভিটামিন-ডি
  4. ভিটামিন-ই

বাংলাদেশ নির্বাচন কমিশন কখন গঠিত হয়?

  1. ২৩ এপ্রিল, ১৯৭২
  2. ০৭ জুলাই, ১৯৭২
  3. ০২ মার্চ, ১৯৭৩
  4. ১০ আগস্ট, ১৯৭৪

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

  1. ভারত
  2. ভুটান
  3. ইরাক
  4. পূর্ব জার্মানি

জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

  1. ১২০ ফুট
  2. ১৫০ ফুট
  3. ১৮০ ফুট
  4. ২২০ ফুট

বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ২ ডিসেম্বর, ১৯৫৫
  2. ৩ ডিসেম্বর, ১৯৫৫
  3. ৫ ডিসেম্বর, ১৯৫৫
  4. ৩ ডিসেম্বর, ১৯৫৭

ছোট সোনা মসজিদের দরজা কয়টি?

  1. ১১টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি

কর্মসংস্থান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৯৭
  2. ১৯৯৮
  3. ১৯৯৯
  4. ২০০৮

পার্বত্য চট্টগ্রামে জেলা কতটি?

  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি

শব্দের মাত্রা কত এর বেশি হলে তাকে শব্দ দূষণ বলে?

  1. ৬০ ডেসিবল
  2. ৭০ ডেসিবল
  3. ৮০ ডেসিবল
  4. ৯০ ডেসিবল

‘কৃজন’ শব্দের অর্থ কি?

  1. পাখির ডাক
  2. খারাপ লোক
  3. ইতর বিশেষ
  4. ছোট লোক

‘কানাকানি কোন সমাসের উদাহরণ?

  1. কর্মধারয়
  2. ব্যতিহার বহুব্রীহি
  3. নিত্য সমাস
  4. মধ্যপদলোপী কর্মধারয়

‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কার লেখা?

  1. আবু জাফর শামসুদ্দীন
  2. নির্মেলেন্দু গুণ
  3. হুমায়ূন আজাদ
  4. রশীদ করিম

নিচের কোন বানানটি শুদ্ধ?

  1. লজ্জাস্কর
  2. লজ্জাকর
  3. লজ্জাস্কর
  4. লজ্জাসকর

‘ক্ষ’ এর বিশ্লিষ্ট রূপ-

  1. ক্‌ + ষ
  2. হ + ম্‌
  3. ক + খ
  4. ষ + ক

‘ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কি?

  1. বক ধার্মিক
  2. অকর্মণ্য
  3. পালোয়ান
  4. কৃপণ

‘চাঁদমুখ’ এর ব্যাস বাক্য কোনটি?

  1. চাঁদ মুখের ন্যায়
  2. চাঁদের মত মুখ
  3. চাঁদমুখ যার
  4. চাঁদ রূপ

এক কথায় প্রকাশ করুন, ‘ফল পাকলে যে গাছ মারা যায়

  1. ওষুধী
  2. ওষধি
  3. ঔষধি
  4. ঔষধী

‘বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে’ এই বাক্যে ‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তি?

  1. কর্মকারকে শূন্য
  2. কর্তৃকারকে শূন্য
  3. কর্মকারকে সপ্তমী
  4. কর্তৃকারকে সপ্তমী

‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এটি কোন ধরনের বাক্য?

  1. সরল বাক্য
  2. যোগিক বাক্য
  3. জটিল বা মিশ্র বাক্য
  4. উপদেশমূলক বাক্য

Choose the correct sentence.

  1. The information are as follow
  2. The information are as follows
  3. The information are as following
  4. The information are as followed

Antonym of ‘bitter’

  1. Rotten
  2. Sweet
  3. Stale
  4. Moldy

Choose the correct spelling.

  1. parallel
  2. paralell
  3. paralel
  4. parellel

2 feet: 4 yards = ?

  1. 1:8
  2. 1:7
  3. 1:6
  4. 1:5

নিচের কোনটি ০.৩১৩২৩৩ এর নিকটতম মান?

  1. \frac{৩১}{১০০}
  2. \frac{৩১৩}{১০০০}
  3. \frac{৩১৩২}{১০০০০}
  4. \frac{৩১৩২৩}{১০০০০০}

দুইটি পূর্ণ সংখ্যার গুনফল ৩৬ হলে, এদের সর্বনিম্ন যোগফল কত?

  1. ১২
  2. ১৩
  3. ১৫
  4. ১০

৩!(৭-২)!=?

  1. ৫!
  2. ৪!
  3. ৬!
  4. ৮!

কোনো আসল ৫ বছরে সূরল সুদে বৃদ্ধি পেয়ে ১০,০০০ টাকা এবং ১০ বছরে বৃদ্ধি পেয়ে ১২,০০০ টাকা হবে?

  1. ৫০০০ টাকা
  2. ৬,৫০০ টাকা
  3. ৮,০০০ টাকা
  4. ৯,৫০০ টাকা

যদি m ও n এর গড় ৫০ এবং p ও q এর গড় ৭০ হয়, তবে m, n, pq এর গড় কত হবে?

  1. ৫৫
  2. ৬০
  3. ৬৫
  4. ৭০

যদি \hspace{0.2cm} x + y = 7 \hspace{0.2cm}এবং\hspace{0.2cm} x^2 + y^2 = 25 \hspace{0.2cm}হয়,\hspace{0.2cm} তবে\hspace{0.2cm} x^3 + y^3 = ?

  1. 89
  2. 91
  3. 93
  4. 97

পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পুত্রের বর্তমান বয়স কত?

  1. ১০ বছর
  2. ১৫ বছর
  3. ২০ বছর
  4. ৪৫ বছর

‘n’ একটি পূর্ণ জোড় সংখ্যা হলে, নিচের কোনটি পূর্ণ বিজোড় সংখ্যা?

  1. n-2
  2. 3n-2
  3. n^3
  4. 2n^2-3

Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution 2021-Civil Technology

Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 08-10-2021
Department:  Civil
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks




“মানুষের মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর” কোন কবির উক্তি?

  1. কাজীনজরুল ইসলাম
  2. শেখ ফজলুল করিম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শামসুর রহমান


বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

  1. ২০ টি
  2. ২১ টি
  3. অর্নিণেয়
  4. ১৯ টি


নিচের কোনটি ক্লীব লিঙ্গ?

  1. কলম
  2. কন্যা
  3. কবিরাজ
  4. ননদ


কোন বানাটি সঠিক?

  1. কনীষ্ঠ
  2. কণীষ্ঠ
  3. কনিষ্ঠ
  4. কণিষ্ঠ


নিচের কোন বাক্যটিতে ক্রিয়াপদটি উহ্য আছে?

  1. ইনি আমার ভাই
  2. ছেলেরা খেলা করছে
  3. আমি ঢাকায় যাব।
  4. মেয়েটি হাসে


‘বসুমতি’ এর সমার্থক শব্দ কোনটি?

  1. নগ
  2. ধরিত্রী
  3. গিরি
  4. কানন


যে নারীর স্বামী বিদেশে থাকে’ তাকে এক কথায় কী বলে?

  1. প্রিয়ভাষী
  2. নবোঢ়া
  3. প্রোষিতভর্তৃকা
  4. শুচিস্মিতা


প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?

  1. বর্ণনামূলক অর্থে
  2. প্রশ্নবোধক অর্থে
  3. বিরতি অর্থে
  4. ব্যাখ্যামূলক অর্থে


‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ কি?

  1. মূলতবি রাখা
  2. সর্বনাশ করা
  3. বিগড়ে দেওয়া
  4. গোপন করা


‘প্রেক্ষিত’ শব্দের অর্থ কোনটি?

  1. যাওয়া হয়েছে
  2. দর্শন করা হয়েছে এমন
  3. আসা হয়েছে
  4. কোনটিই নয়


বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

  1. সন্ধীপ
  2. ভোলা
  3. হাতিয়া
  4. সেন্টমার্টিন


নদী ছাড়া পদ্মা কি?

  1. উন্নত জাতের আম
  2. উন্নত জাতের কলা
  3. উন্নত জাতের গম
  4. উন্নত জাতের তরমুজ


বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি

  1. বীর উত্তম
  2. বীর বিক্রম
  3. বীর প্রতীক
  4. বীরশ্রেষ্ঠ


বিশ্বসাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৭৮
  2. ১৯৮৮
  3. ১৯৭৭
  4. ১৯৯৬


বিশ্ব রেডক্রস দিবস কত তারিখ?

  1. ৮ এপ্রিল
  2. ৩১ মে
  3. ৮ মে
  4. ৩১ এপ্রিল


জাতিসংঘের কোন সংস্থা জনসংখ্যা নিয়ে কাজ করে?

  1. ILO
  2. UNFPA
  3. WHO
  4. UNDP


‘Flora’ শব্দের অর্থ কি?

  1. প্রাণিকূল
  2. উদ্ভিদকুল
  3. পক্ষীকুল
  4. মৎস্যকুল


প্রথম কোন দেশ COVAX এর উদ্যোগের অধীনে ফ্রি ভ্যাকসিন পেয়েছে?

  1. ঘানা
  2. সোমালিয়া
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া


He has a liking____cricket

  1. by
  2. to
  3. for
  4. at


He is no match_____me.

  1. for
  2. to
  3. into
  4. with


I am looking for someone who play the piano.

  1. able to
  2. is able
  3. can
  4. can be able to


What is the verb form of the word ‘ample’?

  1. ample
  2. amplify
  3. amplitude
  4. amply


The headmaster_____to speak to you.

  1. want
  2. wants
  3. was wanting
  4. in wanting


Write the meaning of the proverb “To end in smoke’

  1. to create fire
  2. to go through suffering
  3. to see fire
  4. to come to nothing


Choose the correctly spelt word-

  1. annul
  2. annual
  3. anual
  4. anuall


I_____him since we met a year ago.

  1. didn’t see
  2. haven’t seen
  3. hadn’t see
  4. aren’t seen


এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?

  1. ১৮
  2. ৩৬
  3. ১০০


একটি খেলনা ১৪২.৫ টাকায় বিক্রি করার ১২.৫% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

  1. ১২০ টাকা
  2. ১২৪.৬৮ টাকা
  3. ১২৬.৬৭ টাকা
  4. ১৬২.৮৬ টাকা


ক একটি কাজ ৩ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১২ দিনে করতে পারে। ক ও খ এর কাজের অনুপাত কত?

  1. ১ঃ৪
  2. ৪ঃ১
  3. ৩ঃ৪
  4. ২ঃ১


দুটি ঘন্টা যথাক্রমে ৮ মিনিট ও ৬ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?

  1. ১২টা ১২ মিনিট
  2. ১২টা ১৮ মিনিট
  3. ১২টা ২৪ মিনিট
  4. ১২টা ৩০ মিনিট


একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল চৌবাচ্চাকে ৮০ মিনিটে খালি করতে পারে এবং অপর নলটি এক ঘন্টায় পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কত সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ করতে?

  1. ৯০ মিনিট
  2. ২৪০ মিনিট
  3. ৯৩ মিনিট
  4. ১০০ মিনিট


একজন ছাত্র প্রতিদিন ৭/৯ অংশ পড়াশোনা করে। আরো ৩ অধ্যায় বেশি পড়লে ৫/৬ অংশ পড়ত। মোট অধ্যায় কয়টি?

  1. ৩৬
  2. ৭২
  3. ৫৪
  4. ২০


A একটি ব্যবসায় ৯০০০ টাকা বিনিয়োগ করে, ৫ মাস পর B ৮০০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে লাভ হয় ৬৯৭০ টাকা। B কত টাকা লাভ পাবে?

  1. ১৮৮৩ টাকা
  2. ২৩৮০ টাকা
  3. ৩৬৯০ টাকা
  4. ৩৮৬৪ টাকা


সোনা পানির চেয়ে ১৯ গুণ ভারী এবং তামা পানির চেয়ে ৯ গুণ ভারী। ধাতু দুটো কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির চেয়ে ১৫ গুণ ভারী হবে?

  1. ৪ঃ৩
  2. ৮ঃ৫
  3. ৩ঃ২
  4. ৯ঃ৫


২০% অ্যালকোহলযুক্ত ১৫ লিটার পানিতে ৩ লিটার পানি যোগ করা হলে শতকরা অ্যালকোহলের পরিমাণ কত?

  1. 16.67%
  2. ১৭.৬৭%
  3. ১৮.৬৭%
  4. ১৯.৬৭%


7x + 18 \lt 2x - 5 হলে,x এর মান কত?

  1. x\lt \frac{23}{5}
  2. x\gt \frac{23}{5}
  3. x\lt -\frac{23}{5}
  4. x\gt -\frac{23}{5}



Bangladesh Power Development Board-BPDB Assistant Engineer Exam Question Solution 2023

Bangladesh Power Development Board-BPDB Assistant Engineer Exam Question Solution

Post Name: Assistant Engineer
Date: 24-02-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Electrical and Electronic Engineering
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks




When was the present king of England born?

  1. 1945
  2. 1946
  3. 1947
  4. 1948


Where is the birth place of Indian Billionaire Gautam Adani?

  1. Maharashtra
  2. Gujarat
  3. Mumbai
  4. Tamil Nadu


১৯৭২ সালের ….. ওয়াপদা বিপিডিবিতে পরিণত হয়।

  1. ১ মে
  2. ৩১ মে
  3. ২৬ মার্চ
  4. ১৬ ডিসেম্বর


বিপিডিবি এর বোর্ড মেম্বার কত জন?

  1. 8


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত?

  1. ১ মার্চ, ১৯২০
  2. ১৭ মার্চ, ১৯২০
  3. ১ মার্চ, ১৯২১
  4. ১৭ মার্চ, ১৯২১


Which is the name of Hydroelectric Power Plant in Bangladesh?

  1. Kaptai
  2. Karnafuli
  3. Rangamati
  4. Chattogram


Who did the first hat-trick in Football World Cup final?

  1. Pele
  2. Lionel Messi
  3. Kylian Mbappe
  4. Geoff Hurst


বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

  1. ১৭ জানুয়ারী, ১৯৭২
  2. ২৬ মার্চ, ১৯৭২
  3. ২১ ফেব্রুয়ারী, ১৯৭২
  4. ১৬ ডিসেম্বর, ১৯৭১


বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. তাজউদ্দিন আহমেদ
  3. মোঃ কামারুজ্জামান
  4. এম মনসুর আলী


মৌলিক অধিকারের কথা সংবিধানের কোনভাগে বলা হয়েছে?

  1. দ্বিতীয় ভাগে
  2. তৃতীয় ভাগে
  3. চতুর্থ ভাগে
  4. পঞ্চম ভাগে


সতীময়না ও লোরচন্দ্রানী কার লেখা?

  1. আলাওল
  2. দৌলত কাজী
  3. মাগন ঠাকুর
  4. মরদন


‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

  1. সমাস
  2. সন্ধি
  3. প্রত্যয়
  4. উপসর্গ


দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত করা হয়?

  1. ঢাকায়
  2. লাহোরে
  3. দিল্লি
  4. করাচিতে


ঢাকা প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় কত সালে?

  1. ১৮৫৫
  2. ১৮৫৯
  3. ১৮৬১
  4. ১৮৬৫


What is the synonym of ‘Illuminating?

  1. impractical
  2. enlightening
  3. useless
  4. unusable


বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ছিল?

  1. ব্রিটিশ
  2. ফরাসি
  3. ডাচ
  4. ক্যানাডিয়ান


উপশহর কোন সমাস?

  1. দ্বিগু
  2. দ্বন্দ্ব
  3. অভ্যয়ীভাব
  4. বহুব্রীহি


“আকাশেতো রাখি নাই মোর উড়িবার ইতিহাস” এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি?

  1. কর্তায় দ্বিতীয়া
  2. কর্মে সপ্তমী
  3. অপাদানে পঞ্চমী
  4. অধিকরণে সপ্তমী


বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?

  1. বাংলা ভবন
  2. আহসান মঞ্জিল
  3. বর্ধমান হাউস
  4. চামেলি হাউস


নিচের কোন বানানটি শুদ্ধ?

  1. দূষণীয়
  2. দোষণীয়
  3. দূষণিয়
  4. দূষনিয়


স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

  1. জাতীয় স্মৃতিসৌধ
  2. লালবাগ কেল্লা
  3. সোনা মসজিদ
  4. শহীদ মিনার


What is the time…..your watch?

  1. on
  2. by
  3. with
  4. at


I always look…….you as my own brother?

  1. on
  2. after
  3. at
  4. for


The boy is fond…….milk.

  1. to
  2. of
  3. by
  4. for


The police enquire_____the case.

  1. about
  2. of
  3. with
  4. into


ইউরোপের কোন দেশ সর্বশেষ ইউরো মুদ্রা চালু করে?

  1. ক্রোয়েশিয়া
  2. চেক প্রজাতন্ত্র
  3. ডেনমার্ক
  4. বুলগেরিয়া


মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য

  1. এয়াকুব আলী চৌধুরী
  2. শেখ ফজলুল করিম
  3. কাজী আবদুল ওদুদ
  4. কায়কোবাদ


ছদ্মনামসহ মূল নাম সঠিক কোনটি?

  1. রবীন্দ্রনাথ ঠাকুর – বীরবল
  2. প্রমথ চৌধুরী – ভানুসংহ
  3. সমরেশ বসু – কালকূট
  4. বলাইচাঁদ মুখোপাধ্যায় – পরশুরাম


কোন বাক্যটি শুদ্ধ?

  1. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে।
  2. ইতপূর্বে সে তিনবার জেল খেটেছে।
  3. ইতঃপূর্বে সে তিনবার জেল খেটেছে।
  4. ইতিঃপূর্বে সে তিনবর জেল খেটেছে।


সম্প্রতি সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প হয় কত তারিখে?

  1. ৪ ফেব্রুয়ারী
  2. ৫ ফেব্রুয়ারী
  3. ৬ ফেব্রুয়ারী
  4. ৭ ফেব্রুয়ারী


When Recep Tayyip Erdogan became the president of Turkey?

  1. 1912
  2. 1913
  3. 2014
  4. 1915


কোন দুটি মৌলিক স্বরধ্বনি নয়?

  1. আ, ঔ
  2. ঐ, ঔ
  3. ই, ঔ
  4. ঐ, অ


বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

  1. ময়নামতি
  2. সোনারগাঁ
  3. ঢাকা
  4. পাহাড়পুর


“Such claim needs to be tested empirically” suggests that –

  1. The test should be based on assumption
  2. The test should be based on idea
  3. The test should be based on experience
  4. The test should be based on calculation


বিদ্যুতের বর্ধিত মূল্য কবে থেকে কার্যকর হয়?

  1. ১ ফেব্রুয়ারী।
  2. ৪ ফেব্রুয়ারী
  3. ৬ ফেব্রুয়ারী
  4. কোনটিই নয়।


Synonym of preserve is

  1. conserve
  2. destroy
  3. ignore
  4. neglect


নিচের কোনটি তৎসম শব্দ?

  1. বাঁদ
  2. কাঠ
  3. খোকা
  4. সন্ধ্যা


বাংলা কোন পদের সন্ধি হয় না?

  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. অব্যয়


The scientist made an experiment to alleviating cancer cell. Here alleviating is same meaning as

  1. reduce
  2. decrease
  3. increase
  4. largen