Post Name: Assistant Engineer Date: 15-04-2022 Department: Mechanical, EEE, CSE, Chemical Engineering Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 50 Marks and Written – 50 Marks
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
mouse
keyboard
monitor
joystick
Explanation: monitor হচ্ছে একটি আউটপুট ডিভাইস।
The location of Training Institute for Chemical Industries (TICI) is –
Narshingdi
Gazipur
Chattogram
Dhaka
Explanation: The location of Training Institute for Chemical Industries (TICI) is Narshingdi./p>
Which one is the joint venture company name?
KAFCO Ltd
Noverties Ltd.
Bayer Crop Science Ltd
All of them
Explanation: All of them
The most profitable enterprise of BCIC in 2020 – 2021 is –
Polash Urea Fertilizer Factory
Jamuna Fertilizer Company Ltd.
Usmania Glass Sheet Factory Ltd
Chatak Cement Company Ltd
Explanation: The most profitable enterprise of BCIC in 2020 – 2021 is Jamuna Fertilizer Company Ltd.
The most loss making enterprise of BCIC in 2020-2021 is –
Shahjalal fertilizer Project
Ashugonj Fertilizer & Chemical Co. Ltd
Karnnophuli Paper Mills Ltd
Chittagong Urea Feretilizer Factory
Explanation: The most loss making enterprise of BCIC in 2020-2021 is Shahjalal fertilizer Project.
Who is the Chairman of BCIC?
Shah Md. Imdadul Haque
Mrs. Jasmin Nahar
Kazi Mohammad Saiful Islam
Mr. Mohammad Shaheen Kamal
Explanation: At 25-04-2022, Shah Md. Imdadul Haque was the Chairman of BCIC.
The number of board of director of BCIC is –
5
6
7
8
Explanation: The number of board of director of BCIC is – 6.
How much number of enterprise of BCIC at founded period?
100
92
88
73
Explanation: The number of enterprise of BCIC at founded period is 88.
Number of fertilizer enterprise of BCIC is-
3
5
8
10
Explanation: Number of fertilizer enterprise of BCIC is- is 8.
How many enterprise under BCIC?
11
17
23
none of a,b &
Explanation: none of a,b & c
Bangladesh Chemical Industries Corporation (BCIC), fully owned by the GoB, was established in
1 January, 1973
1 January, 1976
1 July, 1976
1 July, 1973
Explanation: Bangladesh Chemical Industries Corporation (BCIC), fully owned by the GoB, was established in 1 July, 1976.
It works hard, we are ________ progress.
taking
having
making
doing
Explanation: It works hard, we are making progress.
Which idiom means ‘try every possible course of action in order to achieve something’?
leave no stone unturned
take one to task
ride the high horse
give a wide berth
Explanation: ‘Leave no stone unturned’ means- try every possible means. অর্থাৎ সর্বাত্মক চেষ্টা করা, চেষ্টার ত্রুটি না করা।
Karim memorizing carry _____ the holy Quran.
on
out
off
for
Explanation: Carry on অর্থ- চালিয়ে যাওয়া। ‘Karim memorizing carry on the holy Quran. (করিম পবিত্র কুরআন মুখস্থ করা চালিয়ে যাচ্ছে)।
Explanation: Reverently অর্থ- শ্রদ্ধার সাথে। Reverently এর সমার্থক শব্দ হলো- Respectfully
After see that he told, “______ for tat.”
tot
tut
tit
tet
Explanation: Tit for tat. এটি একটি Proverbs, যার অর্থ. ইট মারলে পাটকেল খেতে হয়।
Which spell is correct word(s)?
Encyclopedia Britannica
Encyclopidia Britannica
Enciclopadia Britannica
Enciclopedia Britannica
Explanation: অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো- Encyclopedia Britannica এটি একটি বৃটিশ জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
BCIC is looking _______ engineers for recruitment.
at
for
on
after
Explanation: Look for – খোঁজা বা খোঁজ করা। উপরের বাক্যে Looking এর পরে for বসালে বাক্যেটির অর্থ দাঁড়ায় ‘বিসিআইসি নিয়োগের জন্য প্রকৌশলী খোঁজতেছে’। Look after দেখাশুনা করা, ও Look at তাকানো।
The visit his mother off and on. Here ‘off and on’ means
Regularly
hourly
occasionally
consistently
Explanation: ‘off and on means occasionally, now and then ( মাঝে মাঝে)।
Leaders should not only make speeches they should also be prepared to bell the cat.
To take lead in danger
To tie bell to a cat’s neck
To be alert of the enemy
To make noise
Explanation: To bell the cat’ means- To take lead in danger, do the impossible.
If P(A) = 0.4 P(B) = 0.8 P(B / A) = 0.6 then P( A ∩ B) is equal to:
0.24
0.3
0.48
0.96
Explanation: 0.96
The scaler product of 5i + j – 3k and i – 4j + 7k is:
10
-10
15
-15
Explanation: The scaler product of 5i + j – 3k and i – 4j + 7k is: -10.
A fraction becomes 1/3 when 1 is subtracted from the numerator and it becomes 1/4 when 8 is added to its denominator. Find the fraction.
5/12
3/32
12/5
8
Explanation: The fraction is 5/12.
The mode and mean is given by 7 and 8, respectively. Then the median is:
1/13
13/3
23/3
33
Explanation: Then the median is: 23/3.
Value of k, for which A = [[k, 8], [4, 2k]] is a singular matrix is-
-4
4
±4
0
Explanation: Value of k is ±4.
If 6sin(x2 – 6x + 8.5) = π then the value of x is-
1
2
3
5
Explanation:
A pole 6m high casts a shadow 2√3 m long on the ground, then find the angle of elevation of sun.
30 degree
60 degree
90 degree
45 degree
Explanation: The angle of elevation of sun 60 degree.
The function f(x) = x + cos x is
always increasing
always decreasing
increasing for a certain range of x
none of these
Explanation: The function f(x) = x + cos x is always increasing.
If log4(x) = 12 then log2(x/4) = ?
11
22
44
2
Explanation: 22
Find the area of a circle whose circumference is 22cm.
35.2cm 2
38.5cm2
41.7cm2
47.6cm2
Explanation: The area of a circle is 38.5cm2.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
যমুনা
ব্রহ্মপুত্র
মেঘনা
পদ্মা
Explanation: ১০ আগস্ট, ২০২৩ তারিখে জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে নদ-নদীর তালিকা প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী দেশে নদ-নদীর সংখ্যা- ৯০৭টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, দেশের দীর্ঘতম নদী হচ্ছে- ইছামতী। যার দৈর্ঘ্য- ৩৩৪ কিলোমিটার ও দ্বিতীয় দীর্ঘতম নদ- ধনু। নদী রক্ষা কমিশন বলছে, এই নদের দৈর্ঘ্য ৩০৩ কিলোমিটার। জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত তালিকার আগে বাংলাদেশের দীর্ঘতম নদী ছিল- মেঘনা। তাই অপশনে ইছামতী না থাকলে মেঘনা উত্তর করা যেতে পারে।
ছয়দফা কতসালে প্রস্তাব করা হয়?
১৯৬৯
১৯৭২
১৯৫৪
১৯৬৬
Explanation: ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবী উত্থাপন করেন। ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ঐতিহাসিক ছয় দফাকে ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফা দিবস- ৭ জুন। ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ, ১৯৬৬ সালে। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ- মনু মিয়া।
নিচের কোনটি সর্বোচ্চ?
1 Gigabyte
100 Megabyte
1000 Megabyte
10000 Megabyte
Explanation: ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। সুতরাং অপশনের মধ্যে সবচেয়ে বড় ১০০০০ মেগাবাইট।
রাতারগুল কোন ধরনের বন?
ম্যানগ্রোভ
জলাবন
হাওর
হ্রদ
Explanation: বাংলাদেশের একমাত্র জলাবন- রাতারগুল। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত।
জাতিসংঘের কোন সংস্থাটি রিফিউজি নিয়ে কাজ করে?
WHO
UNDP
UNHCR
UNFCC
Explanation: UNHCR means- United Nations High Commissioner for Refugees. এটি ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ও ২০১৫ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করে।
IOS কিসের সাথে সম্পর্কিত?
apple
android
nokia
google
Explanation: IOS একটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম যা অ্যাপলে ব্যবহৃত হয়। অ্যাপল ইনকর্পোরেডেট ১ এপ্রিল, ১৯৭৬ সালে স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন, স্টিভ ওজনিয়াক তাঁরা তিনজন মিলে প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালোফনিয়া’তে অবস্থিত।
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
প্রোগ্রাম
প্রটোকল
প্রোগ্রামিং
ফ্লোচার্ট
Explanation: কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করারকে প্রটোকল বলে। ইন্টারনেটে ব্যবহৃত প্রটোকল হচ্ছে TCP/IP, TCP means- Transmission Control Protocol & IP means Internet Protocol. TCP/IP প্রটোকলে ইন্টারনেট সুরক্ষার জন্য ৪টি স্তর রয়েছে।
কোনটি image ফাইল এক্সটেনশন নয়?
png
jpeg
avi
gif
Explanation: avi হচ্ছে ভিডিও ফাইল এক্সটেনশন। avi means- Audio Video Interleave File.
Oncology কিসের সাথে জড়িত?
চোখের গবেষণায়
ক্যান্সার গবেষণায়
হাড়ের সাথে জড়িত
হার্টের সাথে সম্পর্কিত
Explanation: Oncology চোখের গবেষণার সাথে জড়িত।
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ঐ, অ
আ,ঔ
ই, ঔ
ঐ, ঔ
Explanation: ঐ, ঔ বর্ণ দুটি হলো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। বাংলা বর্ণমালায় মূল স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি ৭টি। যেমন- অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
কোনটি শুদ্ধ বানান?
উপরেউক্ত
উপরোক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
Explanation: শুদ্ধ বানান হলো- উপযুক্ত।
আমি _______ প্রার্থনা করি। শূন্যস্থানে বসবে?
কায়ামন বাক্যে
কায়মন বাক্যে
কায়মনোবাক্যে
কায়ামনো বাক্যে
Explanation: আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি।
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কি?
অপদার্থ
মূর্খ
নিরেট বোকা
নিষ্ক্রিয় দর্শক
Explanation: সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক।
‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
বন্যে
বুনো
বনো
বণ্য
Explanation: সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে সর্বনাম ও ক্রিয়া পদযুগলের পরিবর্তন ঘটে।
নিচের কোনটি ‘বহুব্রীহি’ সমাস?
বীণাপাণি
সিংহাসন
চৌরাস্তা
বাচস্পতি
Explanation: যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না
বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। চেনার উপায়: ব্যাস বাক্যে যার, যাতে ইত্যাদি শব্দ থাকবে।
নিচের কোনটি “সূর্য” এর সমার্থক শব্দ?
শশাঙ্ক
সুধাকর
সুধাংশু
সবিতা
Explanation: সূর্য’ এর প্রতিশব্দ হলো- সবিতা।
“পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
সম্প্রদানে সপ্তমী
Explanation: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অচর্না, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নই, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন- ভিখারিখে ভিক্ষা দাও। এখানে ‘ভিখারি’ হছে সম্প্রদান কারক। চেনার উপায়: কাকে দান করা হল, যে উত্তর পাওয়া যায় তাই সম্প্রদান কারক। “পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে যদি প্রশ্ন করা হয় কাকে স্বাধীনতা দেওয়া হয়েছে উত্তরে আসবে ‘দাসে’ কে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং ‘দাসে’ শব্দটি সম্প্রদান কারক। আবার’ দাস+এ দাসে’ অর্থাৎ ‘এ’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই ‘দাসে’ শব্দটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। যে সকল শব্দের শেষে ‘এ, য়, তে’ যুক্ত হয় তাকে সপ্তমী বিভক্তি বলে।
‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
পিতা + আলয়
পিত্রি + আলয়
পিতা + লয়
পিতৃ আলয়
Explanation: স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। ‘পিত্রালয়’ শব্দটি স্বরস্বন্ধির উদাহরণ যার সন্ধি বিচ্ছেদ ‘পিতৃ আলয়’।
কোনটি জসীম উদ্দীনের নাটক?
রাখালী
মাটির কান্না
বেদের মেয়ে
বোবা কাহিনী
Explanation: ‘বেদের মেয়ে’ জসিমউদ্দীনের একটি গীতিনাট্য। তাঁর অন্যান্য নাটকগুলো হলো- পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া, বাঁশের বাঁশি।