বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট আয়োজনের জন্য মোট কয়টি ভেন্যু আছে?
৮
৫
৬
৭
Explanation: বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট
আয়োজনের জন্য মোট ৮টি ভেন্যু আছে। যথা: ১) শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ২) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ৩) খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়াণগঞ্জ। ৪) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ৫) শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। ৬) এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ৭) হীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া। ৮) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
গিনিস বুক অব রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোয়াড়ের?
সালমা খাতুন
রানী হামিদা
শারমিন আক্তার
জোবায়রা লিনু
Explanation: জোবেরা রহমান লুিন ১৯৭৭ সালে টেবিল টেনিস এ একক, দ্বৈত আর মিশ্র দ্বৈতে জাতীয় চ্যাম্পিয়ন হন। ১৯৭৯ থেকে ২০০১ সাল, এর মধ্যে ১৬ বার টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এ রেকর্ড করে তিনি গিনেস বইয়ে নিজের নাম উঠান।
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ব্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
Explanation: এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জিতেছে মোট ৮টি দেশ। ব্রাজিল- ৫ বার, জার্মানি- ৪ বার, ইতালি- ৪ বার, আর্জেন্টিনা- ৩ বার, উরুগুয়ে- ২ বার, ফ্রান্স- ২ বার, ইংল্যান্ড- ১ বার, স্পেন- ১ বার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়- উরুগুয়ে ও ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপের চ্যম্পিয়ন হয়- আর্জেন্টিনা।