How much prize money did Argentina win for winning the football world cup in 2022?
45 Million USD
42 Million USD
50 Million USD
53 Million USD
Explanation: কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি নির্ধারণ ছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে আর্জেন্টিনা ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। এছাড়া রানার্স আপ দলের প্রাইজ মানি ছিল- ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
Who was the first hat-tricks in Football World Cup final?
Kylian Mbappe
Lionel Messi
Geoff Hurst
Pele
Explanation: ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের
জিওফ্রে চার্লস হার্স্ট জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন। এটিই ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফুটবল- ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এই কীর্তি গড়েন কিলিয়ান এমবাপে। এছাড়া যুক্তরাষ্ট্রের বার্ট পেটুনুয়েড (Bert Patenaude) প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাট্রিক করেন।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কোন ক্লাব থেকে সৌদি আরবে গেছেন?
রিয়ালমাদ্রিদ
বার্সোলোনা
ম্যানচেস্টার ইউনাইটেড
জুভেন্টাস
Explanation: পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৩০ ডিসেম্বর, ২০২২ সালে সৌদি ক্লাব আল নসরে যোগ দেন। বছরে বেতন-ভাতা বাবদ ২০ কোটি ইউরোতে ২০২৫ সাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকার সাথে চুক্তি করে আল নাসরে।
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
এখন পর্যন্ত দ্রুত সময়ে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন কে?
Almaz Ayana
Faith Kipyegon
Tirunesh Dibaba
Meseret Defar
Explanation: কেনিয়ার ২৯ বছর বয়সী ফেইথ কিপিগন অ্যাথলেট মেয়েদের দ্রুততম ৫ হাজার মিটার দৌড় অল্প সময়ে অর্থাৎ ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এত দিন দ্রুততম ৫ হাজার মিটার দৌড়ের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার লেতেসেনবেট গিদের। তিনি ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে।
Which club has won the 2022-23 UEFA champions league title?
Inter Milan
Manchester City
Liverpool
Real Madrid
Explanation: ১০ জুন, ২০২৩ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে একই বছরে ম্যানচেস্টার সিটি ‘ট্রেবল’ জয় করেন। কারণ একই বছরে এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেন ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় ‘ট্রেবল’ জিততে ঘরোয়া লিগের সঙ্গে ঘরোয়া কাপ এবং মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হয় অর্থাৎ এক সিজনে একসাথে ৩টি ট্রফি অর্জন করতে হয়।
Explanation: বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে
২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ১১ জুন, ২০২৩ তারিখে ফ্রেঞ্চ ওপেন-২০২৩ এর ফাইনালে ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে ২৩তম গ্র্যান্ডস্লাম জয় করেন। রাফায়েল নাদাল ২২টি ও রজার ফেদোরার ২০টি গ্র্যান্ডস্লাম জয় করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে ৪টি ট্রফি জিততে হয়।