Explanation: বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ সংস্থা ৬টি। সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা ১টি (BPDB)। স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা ৫টি। যথা- BREB, DESCO, DPDC, WZPDCL, NESCO.
Explanation: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল ৫০ বছর ও রিয়্যাক্টরের আয়ুষ্কাল ৬০ বছর। বিদ্যুৎ কেন্দ্রটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
রামপাল মৈত্রী থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
1200 MW
1320 MW
2400 MW
660 MW
Explanation: রামপাল বিদ্যুৎকেন্দ্র বাগেরহাট জেলার পশুর নদীর তীরে অবস্থিত। এটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এটি একটি ‘সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট’। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে ইন্ডিয়ার NTPC ও বাংলাদেশের BPDB মিলে গঠিত হয়। শেয়ারের পরিমাণ ৫০%-৫০% করে। NTPC এর পক্ষে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক টাকা বিনিয়োগ করেছে।
Explanation: হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জ্বালানী খরচ সবচেয়ে কম তাই এই বিদ্যুৎকেন্দ্রে ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় অনেক কম।
CPGCBL যে মন্ত্রণালয়ের অধীন, সে মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নসরুল হামিদ
জুনায়েদ আহমেদ
মাহফুজুর রহমান মিতা
Explanation: CPGCBL বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ।
বাংলাদেশের বিদ্যুৎ এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
১৩২ কেভি
২৩০ কেভি
৬৬ কেভি
৪০০ কেভি
Explanation: বাংলাদেশের বিদ্যুৎ এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ- ৪০০ কেভি। এছাড়া ১৩২ কেভি ও ২৩০ কেভি ভোল্টেজও ট্রান্সমিশন করে। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান হচ্ছে- পিজিসিবি।
Explanation: বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি হলো- ভোলার ইলিশা- ১ কূপ, যা বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র। নতুন এই কূপে মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা যাবে। সেই হিসাবে ২৫ থেকে ২৬ বছর গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে।
Explanation: দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন, বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং পেট্রোলিয়াম তেল লুব্রিকেন্ট ব্যবসায়ের অবকাঠামোগত সুবিধাদি উন্নয়ন/প্রতিষ্ঠার জন্য নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা। প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে গঠিত হয় ও কার্যক্রম শুরু করে ১৯৭৭ সাল হতে।