When was the first gas field discovered in our country?
1954
1955
1956
1957
Explanation: বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে। এই গ্যাস ফিল্ড থেকে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করে ১৯৫৭ সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র- তিতাস গ্যাসক্ষেত্র। বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৯টি। সর্বশেষ আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা- ১ কূপ আবিষ্কার করেন বাপেক্স।
Which organization deals with distribution and generation both?
BREB
BPDB
APSCL
DPDC
Explanation: একই সাথে বিদ্যুৎ বিতরণ ও উৎপাদকারী প্রতিষ্ঠান হচ্ছে- বিপিডিবি। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ১ মে রাষ্ট্রপতির আদেশ বলে সাবেক ওয়াপদা থেকে পৃথক হয়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আলোকিত ও শিল্পায়িত করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সমন্বিত সংস্থা হিসেবে মাত্র ৫০০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতাসহ যাত্রা শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
The first gas field of Bangladesh was discovered in
1956
1957
1986
1955
Explanation: বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে। এই গ্যাস ফিল্ড থেকে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করে ১৯৫৭ সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র- তিতাস গ্যাসক্ষেত্র। বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৯টি। সর্বশেষ আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা- ১ কূপ আবিষ্কার করেন বাপেক্স।