Explanation: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৩২তম। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী, পাবনা জেলায় অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
Explanation: নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন- বায়ু প্রবাহ, বায়োমাস, পানি, সমুদ্রস্রোত ইত্যাদি।
Explanation: ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পাওয়ার সেলের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)- ২৮,১৩৪ মেগাওয়াট।
Explanation: প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লা জীবাশ্ম ইন্ধন। যা তাপ এবং চাপে প্রোথিত জীবের অবাত বিয়োজন দ্বারা গঠিত হয়। এগুলি জীবিত জীবের মৃত দেহাবশেষ (জীবাশ্ম) থেকে সৃষ্টি হয়েছিল। সুতরাং, এগুলি সবই জীবাশ্ম জ্বালানী হিসেবে পরিচিত। ইউরেনিয়াম জীবাশ্ম ইন্ধন নয় কারণ এটি প্রাগৈতিহাসিক জীবের অবশিষ্ট অংশ বা জীব থেকে তৈরি নয়
Explanation: বাংলাদেশ অয়েল, গ্যাস এন্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৮৫ (১৯৮৫ সালের ১১ এপ্রিল জারিকৃত ২১ নং অধ্যাদেশ) এর মাধ্যমে বিওজিসি ও বিএমইডিসিকে একীভূত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (বিওজিএমসি) গঠন করা হয়।