Explanation: দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন, বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং পেট্রোলিয়াম তেল লুব্রিকেন্ট ব্যবসায়ের অবকাঠামোগত সুবিধাদি উন্নয়ন/প্রতিষ্ঠার জন্য নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা। প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে গঠিত হয় ও কার্যক্রম শুরু করে ১৯৭৭ সাল হতে।
Explanation: বাংলাদেশে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানকারী একমাত্র প্রতিষ্ঠান হলো BAPEX. বাপেক্স অনুসন্ধান, আবিষ্কার ও উত্তোলন পর্যন্ত করে থাকে। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা- ১ কূপ আবিষ্কার করেন বাপেক্স।
Explanation: সৌদি আরব, কাতার থেকে গ্যাস আমদানি করে বাংলাদেশ পরিশোধন করে ভারতে রপ্তানী করছে। ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে গ্যাস পৌঁছে দিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ায় বাংলাদেশের কাছ থেকে গ্যাস নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা হয়। ওই সমঝোতা অনুসারে বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা, বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করছে 15 ইন্ডিয়ান। অয়েল করপোরেশন। (সূত্র: বাংলা ট্রিবিউন, ২০৮/০৬/২০২২ তারিখের সংবাদ)।
Explanation: ২০২২ সালের ডিসেম্বরের ২৮ তারিখে মেট্রোরেল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিনই মেট্রোরেল যাত্রা শুরু করে। মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম নারী চালক- মরিয়ম আফিজা। মেট্রোরেল জনসাধারনের জন্য উন্মুক্ত করা- ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
Explanation: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে- পাল বংশ। তারা প্রায় ৪০০ বছর রাজত্ব করে। পাল বংশের প্রতিষ্ঠাতা- রাজা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল। তিনি সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা। পাল বংশের সর্বশেষ রাজা- মদনপাল।
নিচের কোন কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন/ উত্তোলন করে?
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড
Explanation: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড
ব্যাখ্যায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। এটি দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ২০.২% গ্যাস উৎপাদন করে। বর্তমানে বিজিএফসিএল এর আওতায় ০৬ (ছয়)টি গ্যাস ফিল্ড আছে। যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা রয়েছে। এ ০৬ (ছয়) টি গ্যাসক্ষেত্রের মধ্যে ০৫ (পাঁচ)টি অর্থাৎ তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র বর্তমানে উৎপাদনে আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রণ করেছেন?
১ মার্চ, ১৯১৯
১৭ মার্চ, ১৯২০
১৪ আগস্ট, ১৯৪৭
২১ জুন, ১৯৪১
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ, ১৯২০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস। গোপালগঞ্জ জেলা মধুমতী নদীর তীরে অবস্থিত।
১৭ এপ্রিল, ১৯৭১ সনে অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান কে?
তাজউদ্দীন আহমেদ
মোহাম্মদ ইউসুফ আলী
আব্দুল মান্নান
সৈয়দ নজরুল ইসলাম
Explanation: মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- আব্দুল মান্নান ও অধ্যাপক এম ইউসুফ আলী। অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন- অধ্যাপক এম ইউসুফ আলী।