Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
How much prize money did Argentina win for winning the football world cup in 2022?
45 Million USD
42 Million USD
50 Million USD
53 Million USD
Explanation: কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি নির্ধারণ ছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে আর্জেন্টিনা ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। এছাড়া রানার্স আপ দলের প্রাইজ মানি ছিল- ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
Who was the first hat-tricks in Football World Cup final?
Kylian Mbappe
Lionel Messi
Geoff Hurst
Pele
Explanation: ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের
জিওফ্রে চার্লস হার্স্ট জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন। এটিই ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফুটবল- ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এই কীর্তি গড়েন কিলিয়ান এমবাপে। এছাড়া যুক্তরাষ্ট্রের বার্ট পেটুনুয়েড (Bert Patenaude) প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাট্রিক করেন।
“The teacher made him go outside of the class. “The passive voice of the sentence is-
He was turned out of the class by the teacher.
He was made to go outside of the class by the teacher.
He had to go outside of the class made by the teacher.
He was made outside of the class by the teacher.
Explanation: make, help, see, hear ইত্যাদি verb যুক্ত active voice থেকে passive voice এ রূপান্তর করতে হলে make, help, see, hear ইত্যাদি verb এর past participle + to বসে। অর্থাৎ এই verb এর পরে 10 বসে এবং বাকি নিয়ম voice এর সাধারণ নিয়ম অনুযায়ী হবে। যেমন-
Active: You made him cook rice.
Passive: He was made to cook rice.
Active: I saw him go.
Passive: He was seen to go by me.
Active: He heard her sing.
Passive: She was heard to sing by him.
Explanation: Embellish অলঙ্কৃত করা, সুশোভিত করা, সজ্জিত করা, সাজান। Embellish এর সমার্থক শব্দ হলো adorn, decorate, beautify, enhance, furnish, make up etc.
Explanation: ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমানের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস হলো- নেকড়ে অরণ্য, জলাঙ্গী, দুই সৈনিক।