Explanation: কাঁকন বিবি ‘মুক্তিবেটি’ নামে পরিচিত। তাঁর আসল নাম কাঁকাত হেনিনচিতা। তিনি খাঁসিয়া সম্প্রদায়ের। কাঁকন বিবি মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর হয়ে ৫ নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন।
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
২
৮
১১
৩
Explanation: মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। মেহেরপুরের পূর্ব নাম- ভবেরপাড়া, বৈদ্যনাথতলা। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রণ করেছেন?
১ মার্চ, ১৯১৯
১৭ মার্চ, ১৯২০
১৪ আগস্ট, ১৯৪৭
২১ জুন, ১৯৪১
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ, ১৯২০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস। গোপালগঞ্জ জেলা মধুমতী নদীর তীরে অবস্থিত।
১৭ এপ্রিল, ১৯৭১ সনে অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান কে?
তাজউদ্দীন আহমেদ
মোহাম্মদ ইউসুফ আলী
আব্দুল মান্নান
সৈয়দ নজরুল ইসলাম
Explanation: মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- আব্দুল মান্নান ও অধ্যাপক এম ইউসুফ আলী। অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন- অধ্যাপক এম ইউসুফ আলী।
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তোরা মানুষ হ
হুলিয়া
Explanation: তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো- একাত্তরের যীশু, আগামী, সূচনা, প্রত্যাবর্তন, দূরস্ত।
Explanation: মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্য ‘জাগ্রত চৌরাঙ্গী’। ভাস্কযটি চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। ভাস্কর্যের ভাস্কর হলেন- আব্দুর রাজ্জাক।
The only foreigner to be awarded the title “Bir protic” is
W.A.S Ouderland
Simon Dring
Sam Manekshaw
Mark Tully
Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক- ডব্লিউ. এ. এস ওডারল্যান্ড। তিনি হল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন।
Who was the sector commander of Sector 4 during the liberation war of Bangladesh?
Khaled Mosharraf
K. M. Shafiullah
C. R. Dutta
Rafiqul Islam
Explanation: মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর, ৬৪টি সাব-সেক্টর, চারটি যুদ্ধ অঞ্চল ও তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ৪ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর চিত্ত রঞ্জন দত্ত।
Which sector was the Naval sector the during Bangladesh?
11
9
10
8
Explanation: মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ ১০ নং সেক্টরের অধীনে ছিল। এ সেক্টরটি মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল যার নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।