Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন হল ‘অপারেশন জ্যাকপট’। উক্ত নৌ অভিযানটি পরিচালিত হয় ১৯৭১ সালের ১৫ আগস্ট রাতে।
Explanation: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশসমূহ: প্রথম দেশ : ভুটান, প্রথম ইউরোপীয় দেশ: পূর্ব জার্মানি, প্রথম আফ্রিকার দেশ: সেনেগাল, প্রথম মধ্যপ্রাচ্যের আরব দেশ: ইরাক, প্রথম এশীয় মুসলিম দেশ: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া, প্রথম উপসাগরীয় দেশ: কুয়েত।