Explanation: IMF means- International Monetary Fund. এটি ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে জন্ম হয়। আইএমএফ প্রতিষ্ঠিত ও কার্যক্রম শুরু করে ১৯৪৫ সালে। লেনদেন শুরু করে ১৯৪৭ সাল থেকে। এর সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এর সদস্য সংখ্যা ১৯০টি। বাংলাদেশ ১৯৭২ সালে আইএমএফ এর সদস্যপদ লাভ করে।
Explanation: বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের ৩৯ (২) ক অনুচ্ছেদে বাক ও ভাব অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে বলা আছে।
Which country is the largest producer of milk in the world?
India
New Zealand
USA
UK
Explanation: FAO এর ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের দুধ উৎপাদনে শীর্ষ দেশ ভারত। ভারত বিশ্বের প্রায় ২২% দুধ উৎপাদন করে। এছাড়া দুধ উৎপাদনে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন ও ব্রাজিল।
Strait of Gibraltar connects which of the following?
Indian Ocean Pacific Ocean
Red sea- Arabian sea
Atlantic Ocean – Mediterranean sea
Mediterranean sea – Black sea
Explanation: The Strait of Gibraltar connects the Atlantic Ocean with the Mediterranean Sea and separates Spain on the European continent from Morocco on the African continent.
Explanation: বিটকয়েন হল একটি ভার্চুয়াল মুদ্রা, যার সাংকেতিক প্রতীক হল BTC আর ক্ষুদ্র একক হল সাতোশি। বিটকয়েন হল একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মূদ্রাব্যবস্থা যা কোন মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কিনতে, বিক্রয় এবং বিনিময় করতে পারা যায়।
Explanation: The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন। তিনি জনকল্যাণ অর্থনীতি, দুর্ভিক্ষ-ক্ষুধা ও দারিদ্যতা নিয়ে গবেষণা করেন। তিনি ১৯৯৮ সালে কল্যাণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য গ্রন্থ হলো- Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation, Identity and Violence, Hunger and Public Action.
The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at-
Vienna
Geneva
Romeu
Paris
Explanation: International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয়- ২৯ জুলাই, ১৯৫৭ সালে। এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালে।