Explanation: চারদিকে স্থলবেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে লেক বা হ্রদ বলে। আয়তনে বিশ্বের বৃহত্তম লেক বা হ্রদ- কাস্পিয়ান সাগর ও বিশ্বের গভীরতম হ্রদ- হ্রদ বৈকাল হ্রদ বৈকাল রাশিয়াতে অবস্থিত।
Explanation: বিটকয়েন হল একটি ভার্চুয়াল মুদ্রা, যার সাংকেতিক প্রতীক হল BTC আর ক্ষুদ্র একক হল সাতোশি। বিটকয়েন হল একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রাব্যবস্থা যা কোন মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কিনতে, বিক্রয় এবং বিনিময় করতে পারা যায়।
Explanation: পোপ ষোড়শ বেনেডিক্ট ১৬ এপ্রিল, ১৯২৭ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন ও ৩১ ডিসেম্বর, ২০২২ সালে ভ্যাটিকান সিটিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।