Explanation: ১৫ নভেম্বর, ২০২২ তারিখে বিশ্বে ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করে। বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তানের নাম- ভিনিস ম্যাবানস্যাগ। ভিনিস ম্যাবানস্যাগ ১৫ নভেম্বর, ২০২২ সালে ফিলিপাইনের ম্যানিলার ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্মগ্রহণ করে। তাকে প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Explanation: দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর
সবচেয়ে বড় বনাঞ্চল। পৃথিবীতে যত রেইনফরেস্ট (Rainforest) বা ঘনবর্ষণ বনাঞ্চল রয়েছে, তার প্রায় অর্ধেকটাই আমাজন নিজেই। তাই আমাজনকে আমাজন রেইনফরেস্টও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স (ফরাসি গায়ানা)। এরমধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে, ১০% রয়েছে কলোম্বিয়ায় ও ১৭% রয়েছে বাকি ৬টি দেশে।
Explanation: পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে অবস্থিত। যা ২ হাজার ৯০০টির বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত। লাখ লাখ বছর ধরে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী একত্র হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে। ১৯৮১ সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়।
Explanation: UNHCR means- United Nations High Commissioner for Refugees. এটি ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ও ২০১৫ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করে।
World Trade organization (WTO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম
ফ্রান্স
নিউইয়র্ক
Explanation: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট World Trade organization (WTO) এর সদর দপ্তর সুজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি শুরুর দিকে GATT নামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ১৯৪৮ সাল থেকে কার্যক্রম শুরু করে। ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে GATT থেকে পরিবর্তিত হয়ে WTO নামে নামকরণ করা হয়।
Explanation: ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে UNESCO। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। বর্তমানে ইউনেস্কো এর সদস্য সংখ্যা ১৯৩টি। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ৩টি। যথা- ঘাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন।
Explanation: চারদিকে স্থলবেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে লেক বা হ্রদ বলে। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ- কাম্পিয়ান সাগর ও বিশ্বের গভীরতম হ্রদ- হ্রদ বৈকাল। হ্রদ বৈকাল রাশিয়াতে অবস্থিত।
Explanation: শিল্প বিপ্লব মানে হলো- শিল্পের উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন করা। ‘শিল্প বিপ্লব’ শব্দটি প্রথম ব্যবহার করেন, ফরাসি দার্শনিক লুই অগাস্তে ব্লাংকি। অষ্টাদশ শতাব্দীতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে। মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত তিনটি শিল্প বিপ্লব সারা বিশ্বের গতিপথ পাল্টে দিয়েছে। প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে, দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে ও তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। তবে আগের তিনটি শিল্প বিপ্লবকে ছাড়িয়ে যেতে পারে ডিজিটাল বিপ্লব অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। চতুর্থ শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য কয়েকটি উপাদান হলো- আর্টিফিসায়াল ইন্টিলিজেন্স (এআই), রোবেটিক্স, ইন্টারনেট অব থিংকস, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন প্রযুক্তি ইত্যাদি।।
Explanation: বিশ্বের দীর্ঘতম সেতু হচ্ছে চীনের ডানইয়াং কুনশান গ্রান্ড সেতু (Danyang Kunshan Grand Bridge, China)। এর দৈর্ঘ্য প্রায় ১৬৫ কিলোমিটার বা ১০২ মাইল। এই সেতু চিনের জিয়াংসু প্রদেশের সাংহাই ও নানজিংয়ের মধ্যে অবস্থিত। এই সেতুটি চীনের বেইজিং- সাংহাই হাই-স্পিড রেইলওয়ের একটি অংশ।