Explanation: ১০ অক্টোবর, ২০০৬ সালে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপিত হয় ভারতের নয়াদিল্লীতে। নভেম্বর ২০১৬ সালে প্রতিষ্ঠানটি গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
Explanation: World Health Organization (WHO)
প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড ও ‘হু’ এর বর্তমান মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসুস।
Explanation: ১৫ নভেম্বর, ২০২২ তারিখে বিশ্বে ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করে। বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তানের নাম- ভিনিস ম্যাবানস্যাগ। ভিনিস ম্যাবানস্যাগ ১৫ নভেম্বর, ২০২২ সালে ফিলিপাইনের ম্যানিলার ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্মগ্রহণ করে। তাকে প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Explanation: দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর
সবচেয়ে বড় বনাঞ্চল। পৃথিবীতে যত রেইনফরেস্ট (Rainforest) বা ঘনবর্ষণ বনাঞ্চল রয়েছে, তার প্রায় অর্ধেকটাই আমাজন নিজেই। তাই আমাজনকে আমাজন রেইনফরেস্টও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স (ফরাসি গায়ানা)। এরমধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে, ১০% রয়েছে কলোম্বিয়ায় ও ১৭% রয়েছে বাকি ৬টি দেশে।
Explanation: পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে অবস্থিত। যা ২ হাজার ৯০০টির বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত। লাখ লাখ বছর ধরে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী একত্র হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে। ১৯৮১ সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়।
Explanation: UNHCR means- United Nations High Commissioner for Refugees. এটি ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ও ২০১৫ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করে।