Explanation: ভিয়েনা (২০২২ সাল অনুসারে বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ শহর ভিয়েনা, অস্ট্রিয়া। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর তথ্যমতে গতবছরের মতো ২০২৩ সাল অনুসারেও বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে- ভিয়েনা, অস্ট্রিয়া)।
Explanation: ১০ অক্টোবর, ২০০৬ সালে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপিত হয় ভারতের নয়াদিল্লীতে। নভেম্বর ২০১৬ সালে প্রতিষ্ঠানটি গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
Explanation: World Health Organization (WHO)
প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড ও ‘হু’ এর বর্তমান মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসুস।
Explanation: ১৫ নভেম্বর, ২০২২ তারিখে বিশ্বে ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করে। বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তানের নাম- ভিনিস ম্যাবানস্যাগ। ভিনিস ম্যাবানস্যাগ ১৫ নভেম্বর, ২০২২ সালে ফিলিপাইনের ম্যানিলার ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্মগ্রহণ করে। তাকে প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Explanation: দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর
সবচেয়ে বড় বনাঞ্চল। পৃথিবীতে যত রেইনফরেস্ট (Rainforest) বা ঘনবর্ষণ বনাঞ্চল রয়েছে, তার প্রায় অর্ধেকটাই আমাজন নিজেই। তাই আমাজনকে আমাজন রেইনফরেস্টও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স (ফরাসি গায়ানা)। এরমধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে, ১০% রয়েছে কলোম্বিয়ায় ও ১৭% রয়েছে বাকি ৬টি দেশে।