Explanation: বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত।
বৈশ্বিক সামরিক ব্যয়, সশস্ত্র সংঘাত ও অস্ত্র বাণিজ্য নিয়ে তথ্য বিশ্লেষণকারী গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) গত ১৩ মার্চ, ২০২৩ তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ- ভারত ও দ্বিতীয় শীর্ষ দেশ- সৌদি আরব। অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় শীর্ষ দেশ- রাশিয়া।
Explanation: Damon Galgut (Booker Prize 2022
winner Shehan Karuntilaka)
যুক্তরাজ্য প্রতিবছর সাহিত্যে ‘বুকার’ পুরস্কার ঘোষণা করে। “বুঝার পুরস্কার ২০২২’ জিতেছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুণাতিলাকা। তিনি ব্যাঙ্গাত্মক অতিপ্রাকৃত উপন্যাস ‘The Seven Moons of Maali Almeida’ এর জন্য এই পুরুস্কার বিজয়ী হন। পরবর্তী ২৬/১১/২০২৩ তারিখে বুকার পুরস্কার ২০২৩ ঘোষণা করা হবে।
লন্ডন থেকে প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য যা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় ‘আন্তর্জাতিক বুকার’ পুরস্কার। ২০২৩ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ার কথাসাহিত্যিক জর্জি গসপোডিনভ। অ্যাঞ্জেলা রোডেলের অনুবাদে তাঁর উপন্যাস টাইম শেলটার-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি।