Explanation: that যুক্ত দুটি বাক্যের, that এর পূর্বের অংশটি past indefinite tense হলে পরের অংশটি past perfect tense হয়। যেমন- 1 asked him that he had prepared his lessons.
Select the pair which has the same relationship ‘ORTHOPEDIC:: BONE’
Antiboitics: Fever
Skin: Allergy
Fracture: Plaster
Psychiatry: Mind
Explanation: Orthopedic হাড় চিকিৎসা সংক্রান্ত অস্থিরোগবিদ্যা, Bone হাড়, অস্থি। এবং Psychiatry মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত, মনোরোগবিদ্যা, Mind মন, মানসিক।
The meeting has been _______ due to the demise of the minister.
called for
called off
called out
called on
Explanation: Call off-বাতিল করা। The meeting has been called off due to the demise of the minister, (মন্ত্রীর মৃত্যুর কারণে সভা বাতিল করা হলো)। অন্যদিকে call for- চাওয়া, call out- চিৎকার করা, call on- কারো সাথে দেখা করা।
Explanation: কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনো চলছে বুঝালে verb টির present perfect continuous tense হয়। Shariful has been working overtime for the last two weeks, (শরীফুল গত দুই সপ্তাহ ধরে ওভারটাইম (অতিরিক্ত) কাজ করতেছে)।
Explanation: as well as, along with, with, together with, including, excluding, except, addition to ইত্যাদি দ্বারা যুক্ত একাধিক noun/pronoun এর ক্ষেত্রে পূর্বের noun/pronoun অনুযায়ী verb হবে। অর্থাৎ পূর্বের noun/pronoun singular হলে verb singular হবে এবং noun/pronoun plural হলে verb plural হবে। যেমন- My parents as well as I were present there.
Explanation: First Conditional Sentence এর নিয়ম অনুযায়ী, If clause টি present indefinite tense এ হলে, main clause টি future indefinite tense এ হবে। অর্থাৎ If + present indefinite tense, + future indefinite tense.
Or, Future indefinite tense + if + present indefinite tense. যেমন- a) If a ruby is heated, it will temporary lose its colour. b) Rokeya will be dismissed from her post if she is late again