Explanation: Neither of, Either of, One of, Any of, Each of ইত্যাদি যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb টি singular হবে। এবং Neither of, Either of, One of, Any of, Each of এই শব্দগুলোর পরে Plural Noun হবে। যেমন- 1) Neither of the two boys was selected. 2) At least one of the students gets full marks every time. 3) One of my friends is a student.
Explanation: Period of point এর পূর্বে since বসে। যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় না বরং কোন মুহূর্ত বা সময়কে নির্দেশ করে তাকে Period of point বলে। যেমন- I have been living in Dhaka since 2000; He has been ill since Friday last.
আবার, Period of time এর পূর্বে for বসে। অর্থাৎ যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় তাকে Period of time বলে। যেমন- It has been raining for two days; I have not seen you for a week.
Explanation: First Person, Second Person এবং
Third Person একই sentence-এ ব্যবহৃত হলে প্রথমে Second Person, Third Person এবং শেষে First Person বসে। (সংক্ষেপে ইহাকে 231 বলা হয়।) এক্ষেত্রে সবগুলোর subjective form বসে এবং verb টি সর্বদাই pural হয়। যেমন: You, he and I are friends. কিন্তু দোষ স্বীকার করা হলে প্রথমে First Person, Second Person ও শেষে Third Person ব্যবহৃত হয়। (সংক্ষেপে ইহাকে 123 বলা হয়।) যেমন: I, you and he are guilty.
Explanation: Advice, Bread, Furniture, Information, Abuse, Scenery, Poetry, Alphabet, Knowledge ইত্যাদি uncountable noun গুলি সর্বদা singular রূপে ব্যবহৃত হয়। তাই সাধারণত এদের সাথে s/es যুক্ত হয় না। এছাড়া, uncountable noun এর পূর্বে ‘কিছু’ অর্থে some ব্যবহৃত হয়।