The company is looking______some energetic Engineer.
at
for
on
after
Explanation: Look for খোঁজা বা খোঁজ করা। উপরের বাক্যে Looking এর পরে for বসালে বাক্যেটির অর্থ দাঁড়ায় ‘কোম্পানী কিছু উদ্যমী প্রকৌশলী খোঁজতেছে’। Look after দেখাশুনা করা, ও Look at- তাকানো।
Explanation: উপরের বাক্যের শূন্যস্থানে over বসালে বাক্যেটির অর্থ দাঁড়ায়- আমি ফুটপাতে পাথরের উপর ছিটকে গেলাম। অপশনে যদি over না থাকে সেক্ষেত্রে on বসানো যেতে পারে
I like him because he is active. The sentence contains which clause?
Adverbial clause
Noun clause
Adjective clause
None of them
Explanation: সাধারণত Principle Clause এর কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ নির্দেশ করাকে Adverbial Clause of Reason or Cause বলে। বাক্যে এ clause গুলো সাধারণত because, as, since, that ইত্যাদি conjunction দ্বারা শুরু হয়। যেমন- 1) I like him because he is honest. b) I am happy that you have come to my house.
Explanation: Run after- তাড়া করে ধরবার চেষ্টা করা, ধাওয়া, ধরিবার জন্য ছোটা, পশ্চাদ্ধাবন করা। The cat is running after the rat. (বিড়ালটি ইদুরকে ধরার *জন্য ছুটছে)। অন্যদিকে, run on- চলতে থাকা, run over-চাপা দেওয়া।
‘আমাদের কেউ উপস্থিত ছিল না’ এর ইংরেজি অনুবাদ কি হবে?
No of us was present.
None of us was present
Neither of us was present.
Neither of us were present.
Explanation: Neither of, Either of, One of, Any of, Each of ইত্যাদি যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb টি singular হবে। এবং Neither of, Either of, One of, Any of, Each of এই শব্দগুলোর পরে Plural Noun হবে। যেমন- 1) Neither of the two boys was selected. 2) At least one of the students gets full marks every time. 3) One of my friends is a student.