What is the birth year of the current president of Shahabuddin?
1949
1950
1953
1963
Explanation: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০ ডিসেম্বর, ১৯৪৯ সালে পাবনা জেলার সদরের শিবরামপুরে জন্মগ্রণ করেন। ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম প্রবন্ধ ‘এগিয়ে যাবে বাংলাদেশ’।
What is the number of seats in the Parliament of Bangladesh?
300
330
350
1370
Explanation: বাংলাদেশ সংসদের সংসদীয় আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি ও সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি। বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন- পঞ্চগড় ও ৩০০তম আসন- বান্দরবান।
The constitution of Bangladesh was adopted on_______November, 1972.
4th
5th
6th
8th
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে ও কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। সংবিধান দিবস ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু ও তফসিল দিয়ে শেষ।
Explanation: আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।
Which sector was the Naval sector the during Bangladesh?
11
9
10
8
Explanation: মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ ১০ নং সেক্টরের অধীনে ছিল। এ সেক্টরটি মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল যার নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
How many female persons were awarded the title ‘Bir protik’ for their contributions in the Liberation War of Bangladesh?
3
1
4
2
Explanation: বীর প্রতীক খেতাব পাওয়া দুইজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- তারামন বিবি ও ডা. সেতারা বেগম। তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন ও ডা. সেতারা বেগম ২ নং সেক্টরে কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিবেটি নামে পরিচিত- কাঁকন বিবি।