Explanation: ২০২২ সালের ডিসেম্বরের ২৮ তারিখে মেট্রোরেল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিনই মেট্রোরেল যাত্রা শুরু করে। মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম নারী চালক- মরিয়ম আফিজা। মেট্রোরেল জনসাধারনের জন্য উন্মুক্ত করা- ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
Explanation: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে- পাল বংশ। তারা প্রায় ৪০০ বছর রাজত্ব করে। পাল বংশের প্রতিষ্ঠাতা- রাজা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল। তিনি সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা। পাল বংশের সর্বশেষ রাজা- মদনপাল।
Explanation: বাংলাদেশের তৈরি প্রথম রপ্তানী হওয়া জাহাজের নাম ‘স্টেলা মেরিস’। ‘স্টেলা মেরিস’ জাহাজটি রপ্তানী করা হয় ডেনমার্কে। স্টেলা মেরিস জাহাজটি নির্মাণ করে ‘আনন্দ শিপইয়ার্ড লিমিটেড’। এটি নারায়ণগঞ্জে অবস্থিত।
Explanation: বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি ‘পাঙন’। পাঙনদের আবাসস্থল মৌলভীবাজারে। পাঙনরা কথা বলে ‘মৈ তৈ মনিপুরী’দের ভাষায়। পাঙন উপজাতির পরিবার ‘পিতৃতান্ত্রিক’। বাংলাদেশের বৃহত্তর উপজাতি গোষ্ঠী- চাকমা ও দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী- মারমা বা মগ।
Explanation: ঢাকা থেকে কক্সবাজার রেলসেবা চালু হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু সম্প্রতি চট্টগ্রামে প্রবল বন্যা হওয়ার কারণে নির্মাণাধীন রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়।
২৩ মে, ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন পদক প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়?
স্বাধীনতা পুরস্কার
গান্ধী শান্তি পুরস্কার
জুলিও কুরি
কোনটিই নয়
Explanation: বিশ্ব শান্তি পরিষদ (WPC) ‘জুলিও কুরি শান্তি পদক’ পুরস্কার প্রদান করে। বিশ্ব শান্তি পরিষদ ১০ অক্টোবর, ১৯৭২ সালে চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় ঘোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে।