Explanation: আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল- ৪৪টি। সর্বশেষ ৪৪তম নিবন্ধিত রাজনৈতিক দলের নাম- বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)।
Explanation: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি- মুসা ইব্রাহিম। তিনি ২৩ মে, ২০১০ সালে এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী- নিশাত মজুমদার। বাংলাদেশের হয়ে সাত মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গ অর্থাৎ সেভেন সামিট জয় করেন- ওয়াসফিয়া নাজরীন।
Explanation: ইসলাম খান ১৬১০ খ্রিষ্টাব্দে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। এটিই অর্থাৎ ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকা প্রথম বারের মত বাংলার রাজধানী হয়েছিল
Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৮ জনকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়। এরমধ্যে সেনাবাহিনীর ৪২ জন, নৌবাহিনীর ৮ জন, বিমানবাহিনীর ৬ জন, ই.পি.আর ৭ জন ও গণবাহিনীর ৫ জন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি। মেজর ডালিমের বীরউত্তম খেতাব বাতিল করে ৬ জুন, ২০২১ সালে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। (বর্তমানে চাইলে- ৬৭ •জন এবং স্বাধীনতা যুদ্ধে কতজন খেতাব পান চাইলে- ৬৮)
Explanation: ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম ১ টাকা ও ১০০ টাকা মূল্যমানের দুটি ব্যাংক নোট (কাগুজে মুদ্রা) প্রকাশিত হয়। ৪ মার্চ বাংলাদেশের টাকা দিবস। ২০১৩ সালে ঢাকার মিরপুরে ‘টাকা জাদুঘর’ স্থাপন করা হয়।
উনসত্তরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক?
রাজশাহী
ঢাকা
চট্টগ্রাম
জাহাঙ্গীরনগর
Explanation: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ্জোহা ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাসদস্যর দ্বারা ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অধ্যাপক শামসুজ্জোহা’কে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়।