রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
Explanation: গীতাঞ্জলি কাব্য ১৯১০ সালে প্রকাশিত হয়। গীতাঞ্জলি’কে অনুবাদ করে Song Offering নামে ১৯১২ সালে ইংল্যান্ডে প্রকাশ করা হয় যার ভূমিকা লিখেন আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটস। Song Offering এর জন্য ১৯১৩ সালের নভেম্বর মাসে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান।
Explanation: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন রচয়িতা নাটকসমূহ হলো- বেহুলা গীতাভিনয়, বসন্তকুমারী, জমিদার দর্পণ, টালা অভিনয়, নিয়তি কি অবনতি।
Explanation: ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমানের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস হলো- নেকড়ে অরণ্য, জলাঙ্গী, দুই সৈনিক।
Explanation: ‘বোতাম’ শব্দটি পর্তুগিজ শব্দ। বাবুর্চি হচ্ছে তুর্কি শব্দ, রেস্তোরাঁ শব্দটি ফরাসি ও তুরুপ হচ্ছে ওলন্দাজ বা ডাচ শব্দ। আরো কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ হলো- গুদাম, বালতি, পেয়ারা, আনারস, আলমারি, ইস্পাত, পাউরুটি, চাবি, আলকাতরা, জানালা, আলপিন, বারান্দা, গির্জা, পাদ্রি, যিশু, পেঁপে, গুদাম ইত্যাদি।
Explanation: কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র ‘ধ্রুব’। ‘ধূপছায়া’ হলো কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র। নজরুলের মোট উপন্যাস তিনটি। যথা- বাঁধনহারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
Explanation: হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য উপন্যাস হলো- একটি কালো মেয়ের কথা, সুতপার তপস্যা, ধাত্রীদেবতা,
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তোরা মানুষ হ
হুলিয়া
Explanation: তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো- একাত্তরের যীশু, আগামী, সূচনা, প্রত্যাবর্তন, দূরস্ত।
Explanation: কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকা ১৯২২ সালে প্রকাশিত হয়। এ পত্রিকায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্য দুটি পত্রিকা হলো- লাঙ্গল ও নবযুগ।