Explanation: প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়। নাম পদের মূল অংশকে বলে নাম প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। অর্থাৎ যেসকল নাম শব্দ বা বিশেষ্যের সাথে বিভক্তি যুক্ত থাকে না তাকে প্রাতিপদিক বলে। যেমন- মা, গাছ, মধু, পা, বই, লাঙ্গল ইত্যাদি।
Explanation: তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সে সব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন- চাঁদ, হাত, আকাশ, বাতাস, পাখি, মা, দুধ, নাক, কান, সাপ, ভিটা ইত্যাদি।