যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ কে এরেঞ্জ করেন?
জর্জ হ্যারিসন
পণ্ডিত রবি শংকর
বব ডিলান
এদের কেউ না
Explanation: পণ্ডিত রবি শংকরের আহবানে সাড়া দিয়ে কনসার্ট
ফর বাংলাদেশ এ যোগ দেন জর্জ হ্যারিসন। পরবর্তিতে তাদের দুইজনের উদ্যোগে অর্থাৎ ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শংকরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল- কনসার্ট ফর বাংলাদেশ। এর প্রধান শিল্পী ছিলেন- যুক্তরাজ্যের নাগরিক জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসনের বাদক দলের নাম- বিটলস। এই কনসার্ট আয়োজন করা হয় বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার জন্য। উক্ত কনসার্টে লোক সমাগম হয় প্রায় ৪০ হাজার ও প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ২.৫ লাখ ডলার যা শরণার্থীদের সাহায্যের জন্য ইউনিসেফেকে প্রদান করা হয়।
World Trade organization (WTO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম
ফ্রান্স
নিউইয়র্ক
Explanation: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট World Trade organization (WTO) এর সদর দপ্তর সুজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি শুরুর দিকে GATT নামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ১৯৪৮ সাল থেকে কার্যক্রম শুরু করে। ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে GATT থেকে পরিবর্তিত হয়ে WTO নামে নামকরণ করা হয়।
Explanation: ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) ২৮শে ডিসেম্বর, ১৮৮৫ সালে এলান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। দলটির প্রথম সভাপতি- উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
Bangladesh Rapid Action Battalion (RAB) কত সালে গঠিত হয়?
২০০০ সালে
২০০৭ সালে
২০০৯ সালে
২০০৪ সালে
Explanation: বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে Bangladesh Rapid Action Battalion (RAB) প্রতিষ্ঠিত হয় ২৬শে মার্চ, ২০০৪ সালে। এর সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। স্লোগান হচ্ছে- ‘বাংলাদেশ আমার অহংকার’।
Explanation: যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। ‘পুষ্পের সৌরভ পুষ্পসৌরভ’ এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ। আরো কিছু ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ হলো- বিশ্বকবি, অর্ধচন্দ্র, ছাত্রসমাজ, দেশসেবা, নাতজামাই, ছাগদুগ্ধ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস
অগ্রপথিক
Explanation: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ১৯২২ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ ও শেষ কবিতা ‘মোহরম’। বিদ্রোহী কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।