Explanation: Global Slavery Index-2023 অনুযায়ী, বিশ্বে অন্তত ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার। দাসত্ব পুষে রাখার সূচকে শীর্ষ দেশগুলো হলো উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, তুরস্ক, তাজিকিস্তান, আরব আমিরাত, রাশিয়া, আফগানিস্তান, এবং কুয়েত।
বর্তমান প্রবৃদ্ধি অনুযায়ী কত সালের মধ্যে পৃথিবীতে মুসলিম সংখ্যায় প্রথম বৃহত্তম হবে?
২০৫০
২০৭০
৩০০০
৩০৫০
Explanation: ২০১৭ সালে পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’ -এর গবেষণা রিপোর্ট অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে সারা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বড় জনগোষ্ঠী হবে।
Explanation: বাংলাদেশ অয়েল, গ্যাস এন্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৮৫ (১৯৮৫ সালের ১১ এপ্রিল জারিকৃত ২১ নং অধ্যাদেশ) এর মাধ্যমে বিওজিসি ও বিএমইডিসিকে একীভূত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (বিওজিএমসি) গঠন করা হয়।
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার (মানচিত্র খচিত পতাকার ডিজাইনার) শিব নারায়ণ দাশ। পরবর্তীতে পতাকা হতে মানচিত্র বাদ দিয়ে দেওয়া হয়। যার বর্তমান পতাকাটির ডিজাইনার পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি ১৭ জানুয়ারি, ১৯৭২ সালে সরকারিভাবে গৃহীত হয়।
Explanation: শুদ্ধ বাক্যটি হলো- ‘গীতাঞ্জলি’ পড়েছ কি? বাকি বাক্যের শুদ্ধরূপ হলো- এ কথা প্রমাণিত হয়েছে। অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করেন। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।