Explanation: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ ২টি। যথা: চিন ও রাখাইন।
Explanation: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের ‘মোবারক লজ’-এ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে। যা এখন মতিউরনগর নামে পরিচিত।
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ব্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
Explanation: এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জিতেছে মোট ৮টি দেশ। ব্রাজিল- ৫ বার, জার্মানি- ৪ বার, ইতালি- ৪ বার, আর্জেন্টিনা- ৩ বার, উরুগুয়ে- ২ বার, ফ্রান্স- ২ বার, ইংল্যান্ড- ১ বার, স্পেন- ১ বার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়- উরুগুয়ে ও ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপের চ্যম্পিয়ন হয়- আর্জেন্টিনা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
জাকির হোসেন
ভি ভি গিরি
ইন্দিরা গান্ধী
শ্যামা প্রসাদ
Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন- বরাহগিরি ভেঙ্কটা গিরি (সংক্ষেপে ভি. ভি. গিরি) এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন- ইন্দিরা গান্ধী। এছাড়া, জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট।