Explanation: কাঁকন বিবি ‘মুক্তিবেটি’ নামে পরিচিত। তাঁর আসল নাম কাঁকাত হেনিনচিতা। তিনি খাঁসিয়া সম্প্রদায়ের। কাঁকন বিবি মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর হয়ে ৫ নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন।
Explanation: উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু করেন শেরশাহ। তিনি ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’, ‘দাম’ নামক রুপার মুদ্রা প্রচলন করেন। এছাড়াও ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ যার অন্য নাম ‘সড়ক-ই-আজম’ রোডের নির্মাতা, ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথার প্রবর্তক- শেরশাহ। শেরশাহের প্রকৃত নাম ফরিদ।
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
২
৮
১১
৩
Explanation: মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। মেহেরপুরের পূর্ব নাম- ভবেরপাড়া, বৈদ্যনাথতলা। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
Explanation: বিটকয়েন হল একটি ভার্চুয়াল মুদ্রা, যার সাংকেতিক প্রতীক হল BTC আর ক্ষুদ্র একক হল সাতোশি। বিটকয়েন হল একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রাব্যবস্থা যা কোন মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কিনতে, বিক্রয় এবং বিনিময় করতে পারা যায়।