Explanation: বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ সংস্থা ৬টি। সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা ১টি (BPDB)। স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা ৫টি। যথা- BREB, DESCO, DPDC, WZPDCL, NESCO.
Explanation: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল ৫০ বছর ও রিয়্যাক্টরের আয়ুষ্কাল ৬০ বছর। বিদ্যুৎ কেন্দ্রটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
রামপাল মৈত্রী থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
1200 MW
1320 MW
2400 MW
660 MW
Explanation: রামপাল বিদ্যুৎকেন্দ্র বাগেরহাট জেলার পশুর নদীর তীরে অবস্থিত। এটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এটি একটি ‘সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট’। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে ইন্ডিয়ার NTPC ও বাংলাদেশের BPDB মিলে গঠিত হয়। শেয়ারের পরিমাণ ৫০%-৫০% করে। NTPC এর পক্ষে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক টাকা বিনিয়োগ করেছে।
Explanation: হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জ্বালানী খরচ সবচেয়ে কম তাই এই বিদ্যুৎকেন্দ্রে ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় অনেক কম।
CPGCBL যে মন্ত্রণালয়ের অধীন, সে মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নসরুল হামিদ
জুনায়েদ আহমেদ
মাহফুজুর রহমান মিতা
Explanation: CPGCBL বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ।
বাংলাদেশের বিদ্যুৎ এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
১৩২ কেভি
২৩০ কেভি
৬৬ কেভি
৪০০ কেভি
Explanation: বাংলাদেশের বিদ্যুৎ এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ- ৪০০ কেভি। এছাড়া ১৩২ কেভি ও ২৩০ কেভি ভোল্টেজও ট্রান্সমিশন করে। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান হচ্ছে- পিজিসিবি।
He said “would that I were rich!” change into indirect speech.
He wished he had been rich.
He said that he wanted to be rich.
He begged to be rich
He told everyone that he wanted to be rich.
Explanation: Direct থেকে iddirect করতে হলে, প্রশ্নে দেওয়া exclamatory sentence এর said এর পরিবর্তে wished বসবে এবং would উঠে গিয়ে বাকিটা asserative sentence এ হবে এবং sentence টি যেহেতু past indefinite এ আছে তাই indirect এ পরিবর্তন করার সময় past perfect হবে।