Explanation: টমেটোতে ১০টির অধিক এসিড বিদ্যমান আছে। যেমন সাইট্রিক এসিড, ম্যালিক এসিড, এসকরবিক এসিড, অক্সালিক এসিড ইত্যাদি। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সালিক এসিড। রেফারেন্স: Testbook
Explanation: ১০ অক্টোবর, ২০০৬ সালে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপিত হয় ভারতের নয়াদিল্লীতে। নভেম্বর ২০১৬ সালে প্রতিষ্ঠানটি গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
When was the first gas field discovered in our country?
1954
1955
1956
1957
Explanation: বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে। এই গ্যাস ফিল্ড থেকে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করে ১৯৫৭ সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র- তিতাস গ্যাসক্ষেত্র। বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৯টি। সর্বশেষ আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা- ১ কূপ আবিষ্কার করেন বাপেক্স।
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’। এটি কোন ধরনের বাক্য?
জটিল বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
মিশ্র বাক্য
Explanation: যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন- সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত; মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না; তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি; মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।