Explanation: চারদিকে স্থলবেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে লেক বা হ্রদ বলে। আয়তনে বিশ্বের বৃহত্তম লেক বা হ্রদ- কাস্পিয়ান সাগর ও বিশ্বের গভীরতম হ্রদ- হ্রদ বৈকাল হ্রদ বৈকাল রাশিয়াতে অবস্থিত।
Explanation: কাঁকন বিবি ‘মুক্তিবেটি’ নামে পরিচিত। তাঁর আসল নাম কাঁকাত হেনিনচিতা। তিনি খাঁসিয়া সম্প্রদায়ের। কাঁকন বিবি মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর হয়ে ৫ নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন।
Explanation: উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু করেন শেরশাহ। তিনি ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’, ‘দাম’ নামক রুপার মুদ্রা প্রচলন করেন। এছাড়াও ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ যার অন্য নাম ‘সড়ক-ই-আজম’ রোডের নির্মাতা, ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথার প্রবর্তক- শেরশাহ। শেরশাহের প্রকৃত নাম ফরিদ।
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
২
৮
১১
৩
Explanation: মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। মেহেরপুরের পূর্ব নাম- ভবেরপাড়া, বৈদ্যনাথতলা। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।