নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তোরা মানুষ হ
হুলিয়া
Explanation: তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো- একাত্তরের যীশু, আগামী, সূচনা, প্রত্যাবর্তন, দূরস্ত।
বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
কাঠালিয়া
পতেঙ্গা
সাভার
সোনাগাজি
Explanation: বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প ফেনীর সোনাগাজির মুহুরী প্রজক্টে অবস্থিত। সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি ০.৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন।
Explanation: মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্য ‘জাগ্রত চৌরাঙ্গী’। ভাস্কযটি চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। ভাস্কর্যের ভাস্কর হলেন- আব্দুর রাজ্জাক।
Explanation: বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি ‘পাঙন’। পাঙনদের আবাসস্থল মৌলভীবাজারে। পাঙনরা কথা বলে ‘মৈ তৈ মনিপুরী’দের ভাষায়। পাঙন উপজাতির পরিবার ‘পিতৃতান্ত্রিক’। বাংলাদেশের বৃহত্তর উপজাতি গোষ্ঠী- চাকমা ও দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী- মারমা বা মগ।