Explanation: কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র ‘ধ্রুব’। ‘ধূপছায়া’ হলো কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র। নজরুলের মোট উপন্যাস তিনটি। যথা- বাঁধনহারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
Explanation: ‘সমীর’ শব্দের অর্থ ‘বাতাস’। ‘বাতাস’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো- বায়ু, অনিল, পবন, সমীরণ, মরুৎ, মারুত, হাওয়া, গন্ধবহ, জদদ্বল, বাত ইত্যাদি।
Explanation: হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য উপন্যাস হলো- একটি কালো মেয়ের কথা, সুতপার তপস্যা, ধাত্রীদেবতা,
Explanation: International Monetary Fund (IMF) ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৪৫ সালে কার্যক্রম শুরু করে ও ১৯৪৭ সাল হতে লেনদেন শুরু করে। এই সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১০ মে, ১৯৭২ সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।