Explanation: কপ-২১ এর মাধ্যমে ২২ এপ্রিল, ২০১৬ সালে নিউইয়র্কে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এটি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বণ নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর উদ্দেশ্য বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করা।
Explanation: IMF means- International Monetary Fund. এটি ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে জন্ম হয়। আইএমএফ প্রতিষ্ঠিত ও কার্যক্রম শুরু করে ১৯৪৫ সালে। লেনদেন শুরু করে ১৯৪৭ সাল থেকে। এর সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এর সদস্য সংখ্যা ১৯০টি। বাংলাদেশ ১৯৭২ সালে আইএমএফ এর সদস্যপদ লাভ করে।
Explanation: Run after- তাড়া করে ধরবার চেষ্টা করা, ধাওয়া, ধরিবার জন্য ছোটা, পশ্চাদ্ধাবন করা। The cat is running after the rat. (বিড়ালটি ইদুরকে ধরার *জন্য ছুটছে)। অন্যদিকে, run on- চলতে থাকা, run over-চাপা দেওয়া।
Explanation: বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের ৩৯ (২) ক অনুচ্ছেদে বাক ও ভাব অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে বলা আছে।