Explanation: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি- মুসা ইব্রাহিম। তিনি ২৩ মে, ২০১০ সালে এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী- নিশাত মজুমদার। বাংলাদেশের হয়ে সাত মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গ অর্থাৎ সেভেন সামিট জয় করেন- ওয়াসফিয়া নাজরীন।
Explanation: ‘করণ’ শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। অর্থাৎ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। যেমন- ‘নীরা কলম দ্বারা লেখে’ এখানে কর্তা- নীরা। আর নীরা কলম দ্বারা লেখে। আর কলম হচ্ছে সহায়ক বা উপায়। অর্থাৎ নীরা কলম দ্বারা ক্রিয়া সম্পাদন করছে। এখানে ক্রিয়াপদ হচ্ছে- লেখে।
Explanation:
জয় সূচনা করে এরূপ তিথি: শুভ তিথি
জয় সূচক যে উৎসব: জয়ন্তী
একশত পঞ্চাশ বছর: সার্ধশত
জয়ের জন্য যে উৎসব: জয়োৎসব
ইন্দ্রকে জয় করেন যিনি: ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেন যিনি: জিতেন্দ্রিয়
Explanation: ‘পালামৌ’ ভ্রমণকাহিনী রচনা করেন- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসধর্মী এই ভ্রমণকাহিনীর একটি বিখ্যাত উক্তি হলো- ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।
Explanation: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস হলো- পথের পাঁচালী। তাঁর অন্যান্য উপন্যাস হলো- ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, অশনি সংকেত, অনুবর্তন।