এখন পর্যন্ত দ্রুত সময়ে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন কে?
Almaz Ayana
Faith Kipyegon
Tirunesh Dibaba
Meseret Defar
Explanation: কেনিয়ার ২৯ বছর বয়সী ফেইথ কিপিগন অ্যাথলেট মেয়েদের দ্রুততম ৫ হাজার মিটার দৌড় অল্প সময়ে অর্থাৎ ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এত দিন দ্রুততম ৫ হাজার মিটার দৌড়ের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার লেতেসেনবেট গিদের। তিনি ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে।
Which club has won the 2022-23 UEFA champions league title?
Inter Milan
Manchester City
Liverpool
Real Madrid
Explanation: ১০ জুন, ২০২৩ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে একই বছরে ম্যানচেস্টার সিটি ‘ট্রেবল’ জয় করেন। কারণ একই বছরে এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেন ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় ‘ট্রেবল’ জিততে ঘরোয়া লিগের সঙ্গে ঘরোয়া কাপ এবং মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হয় অর্থাৎ এক সিজনে একসাথে ৩টি ট্রফি অর্জন করতে হয়।
Explanation: বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে
২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ১১ জুন, ২০২৩ তারিখে ফ্রেঞ্চ ওপেন-২০২৩ এর ফাইনালে ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে ২৩তম গ্র্যান্ডস্লাম জয় করেন। রাফায়েল নাদাল ২২টি ও রজার ফেদোরার ২০টি গ্র্যান্ডস্লাম জয় করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে ৪টি ট্রফি জিততে হয়।
Explanation: কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকা ১৯২২ সালে প্রকাশিত হয়। এ পত্রিকায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্য দুটি পত্রিকা হলো- লাঙ্গল ও নবযুগ।
Explanation: আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।
Who was the sector commander of Sector 4 during the liberation war of Bangladesh?
Khaled Mosharraf
K. M. Shafiullah
C. R. Dutta
Rafiqul Islam
Explanation: মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর, ৬৪টি সাব-সেক্টর, চারটি যুদ্ধ অঞ্চল ও তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ৪ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর চিত্ত রঞ্জন দত্ত।
Which sector was the Naval sector the during Bangladesh?
11
9
10
8
Explanation: মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ ১০ নং সেক্টরের অধীনে ছিল। এ সেক্টরটি মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল যার নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
‘আমাদের কেউ উপস্থিত ছিল না’ এর ইংরেজি অনুবাদ কি হবে?
No of us was present.
None of us was present
Neither of us was present.
Neither of us were present.
Explanation: Neither of, Either of, One of, Any of, Each of ইত্যাদি যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb টি singular হবে। এবং Neither of, Either of, One of, Any of, Each of এই শব্দগুলোর পরে Plural Noun হবে। যেমন- 1) Neither of the two boys was selected. 2) At least one of the students gets full marks every time. 3) One of my friends is a student.