Explanation: ময়নামতির চর’ বন্দে আলী মিয়া রচিত একটি কাব্যগ্রন্থ। এই কাব্যের ভূমিকা লেখেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে আলী মিয়ার অন্যান্য কাব্যগ্রন্থ হলো- পদ্মা নদীর চর, অনুরাগ, মধুমতীর চর, ধরিত্রী। এছাড়া তিনি ‘আমাদের গ্রাম’ কবিতাটি রচনা করেন।
Vishal is standing in a row. His position from the top is 6th and his position from the bottom is 12th. How many people are there in a row?
15
16
17
18
Explanation: ভিশালের অবস্থান যেহেতু সামনের দিক থেকে ষষ্ঠ ও পিছনের দিক থেকে দ্বাদশ। এর মানে হলো ষষ্ঠ স্থান ও দ্বাদশ স্থানের ব্যক্তি একজনই। তাই দুই পাশ থেকে দেওয়া অবস্থান যোগ করে ১ বিয়োগ করলেই সারিতে মোট সংখ্যা বের হয়ে যাবে।
অর্থাৎ, সারিতে মোট ছিল = (১২৬)-১ = ১৭ জন।
Sound becomes hazardous noise pollution at level above ________
30 dB
80 dB
100 dB
120 dB
Explanation: শব্দের তীক্ষ্মতা ৮০-৮৫ ডেসিবেল এর বেশি হলে তা শব্দ দূষণ করে ও মানুষের জন্য ক্ষতিকর। ১০৫ ডেসিবেলের বেশি তীক্ষ্মতার শব্দে থাকলে মানুষ বধির হতে পারে।
Which country has Bengali as official language in Africa?
South Africa
Sierra Leone
Ghana
Somalia
Explanation: ১৯৯১-২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিওন বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধে। বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ৩০০ জন সেনা একত্রে সিয়েরা লিওনে গৃহযুদ্ধ বন্ধে ও আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে। শান্তি প্রতিষ্ঠার পর বাংলাদেশের সেনারা ২০০৫ সালে ফিরে আসে। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা স্বরূপ সিয়েরা লিওন সরকার বাংলা ভাষাকে ২০০২ সালে সে দেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
What is the length and width of the National Flag of Bangladesh?
5:3
5:2
6:3
10:3
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ ১০:৬ অথবা ৫:৩। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২ সালে। ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব ২রা মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। মানচিত্রসহ জাতীয় পতাকার ডিজাইনার (প্রথম নকশাকার) শিব নারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।