Explanation: যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না
বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। চেনার উপায়: ব্যাস বাক্যে যার, যাতে ইত্যাদি শব্দ থাকবে।
“পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
সম্প্রদানে সপ্তমী
Explanation: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অচর্না, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নই, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন- ভিখারিখে ভিক্ষা দাও। এখানে ‘ভিখারি’ হছে সম্প্রদান কারক। চেনার উপায়: কাকে দান করা হল, যে উত্তর পাওয়া যায় তাই সম্প্রদান কারক। “পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে যদি প্রশ্ন করা হয় কাকে স্বাধীনতা দেওয়া হয়েছে উত্তরে আসবে ‘দাসে’ কে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং ‘দাসে’ শব্দটি সম্প্রদান কারক। আবার’ দাস+এ দাসে’ অর্থাৎ ‘এ’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই ‘দাসে’ শব্দটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। যে সকল শব্দের শেষে ‘এ, য়, তে’ যুক্ত হয় তাকে সপ্তমী বিভক্তি বলে।