Explanation: ১০ আগস্ট, ২০২৩ তারিখে জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে নদ-নদীর তালিকা প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী দেশে নদ-নদীর সংখ্যা- ৯০৭টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, দেশের দীর্ঘতম নদী হচ্ছে- ইছামতী। যার দৈর্ঘ্য- ৩৩৪ কিলোমিটার ও দ্বিতীয় দীর্ঘতম নদ- ধনু। নদী রক্ষা কমিশন বলছে, এই নদের দৈর্ঘ্য ৩০৩ কিলোমিটার। জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত তালিকার আগে বাংলাদেশের দীর্ঘতম নদী ছিল- মেঘনা। তাই অপশনে ইছামতী না থাকলে মেঘনা উত্তর করা যেতে পারে।
Explanation: ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবী উত্থাপন করেন। ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ঐতিহাসিক ছয় দফাকে ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফা দিবস- ৭ জুন। ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ, ১৯৬৬ সালে। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ- মনু মিয়া।
Explanation: UNHCR means- United Nations High Commissioner for Refugees. এটি ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা’তে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ও ২০১৫ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করে।
Explanation: IOS একটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম যা অ্যাপলে ব্যবহৃত হয়। অ্যাপল ইনকর্পোরেডেট ১ এপ্রিল, ১৯৭৬ সালে স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন, স্টিভ ওজনিয়াক তাঁরা তিনজন মিলে প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালোফনিয়া’তে অবস্থিত।
Explanation: কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করারকে প্রটোকল বলে। ইন্টারনেটে ব্যবহৃত প্রটোকল হচ্ছে TCP/IP, TCP means- Transmission Control Protocol & IP means Internet Protocol. TCP/IP প্রটোকলে ইন্টারনেট সুরক্ষার জন্য ৪টি স্তর রয়েছে।