How many female persons were awarded the title ‘Bir protik’ for their contributions in the Liberation War of Bangladesh?
3
1
4
2
Explanation: বীর প্রতীক খেতাব পাওয়া দুইজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- তারামন বিবি ও ডা. সেতারা বেগম। তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন ও ডা. সেতারা বেগম ২ নং সেক্টরে কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিবেটি নামে পরিচিত- কাঁকন বিবি।
Explanation: ‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাসটি রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি মূলত তারাশঙ্করের ‘১৯৭১’ উপন্যাসটির দুটি কাহিনীর সংযোগ। দুটি কাহিনী হলো- একটি কালো মেয়ের কথা ও সুতপার তপস্যা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘১৯৭১’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। তার অন্যান্য উপন্যাস হলো- হাঁসুলী বাঁকের উপকথা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, গণদেবতা, পঞ্চগ্রাম ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি ছোট গল্প হলো ‘ডাকহরকরা’।
Explanation: যে বর্ণ বা বর্ণসমষ্টি ক্রিয়া বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দুই প্রকার। যথা- বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়। *√খেল্ + অনা > না = খেলনা’ এটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
Explanation: ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ ‘মাত্রাবৃত্ত’ ছন্দে লেখা। চর্যাপদ মূলত সাধন সংগীত বা গানের সংকলন। চর্যাপদের আদি কবি- লুইপা।