Explanation: নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন- বায়ু প্রবাহ, বায়োমাস, পানি, সমুদ্রস্রোত ইত্যাদি।
Explanation: The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন। তিনি জনকল্যাণ অর্থনীতি, দুর্ভিক্ষ-ক্ষুধা ও দারিদ্যতা নিয়ে গবেষণা করেন। তিনি ১৯৯৮ সালে কল্যাণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য গ্রন্থ হলো- Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation, Identity and Violence, Hunger and Public Action.
Explanation: ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের সাথে of দ্বারা যুক্ত noun টি singular হলে verb টিও singular হবে ও of দ্বারা যুক্ত noun টি plural হলে verb টিও plural হবে। যেমন- a) One-third of the students are present in the class. b) Three-fourths of the work has been finished.
The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at-
Vienna
Geneva
Romeu
Paris
Explanation: International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয়- ২৯ জুলাই, ১৯৫৭ সালে। এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালে।