Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন হল ‘অপারেশন জ্যাকপট’। উক্ত নৌ অভিযানটি পরিচালিত হয় ১৯৭১ সালের ১৫ আগস্ট রাতে।
Explanation: ২০০৯ সালের ১৬ জুন ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এই চারটি দেশ মিলে BRIC গঠিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ২৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা যোগদানের পর BRIC থেকে পরিবর্তিত হয়ে BRICS হয়। বর্তমানে এই আন্তঃসরকারী সংস্থার সদস্য সংখ্যা ৯ টি।
Explanation: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশসমূহ: প্রথম দেশ : ভুটান, প্রথম ইউরোপীয় দেশ: পূর্ব জার্মানি, প্রথম আফ্রিকার দেশ: সেনেগাল, প্রথম মধ্যপ্রাচ্যের আরব দেশ: ইরাক, প্রথম এশীয় মুসলিম দেশ: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া, প্রথম উপসাগরীয় দেশ: কুয়েত।
If there is a reduction in the number of workers in a factory in the ratio 15:11 and an increment in their wages in the rate 22:25, then the ratio by which the total wages of the workers should be decreased =?
Explanation: সংযোগজ্ঞাপন সর্বনামগুলো হলো- যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি। এছাড়া ‘কাবৎ’ হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম, ‘কিছু’ হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম, ‘স্বয়ং’ হলো আত্মবাচক সর্বনাম।